পাবনার আটঘরিয়া উপজেলার খিদিরপুর গ্রামের আদিবাসী পল্লীতে বারোয়ারি মন্দিরের মূর্তি ভাঙচুর ও স্থানীয়দের মারধরের অভিযোগ উঠেছে।
শনিবার (১৫ এপ্রিল) রাত সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটে। অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, শনিবার রাত সাড়ে ৯টার দিকে খিদিরপুর বাজারে আদিবাসী পল্লীর কয়েকজনের সঙ্গে একই এলাকার আমিরুল ইসলাম নামের এক ব্যক্তির তুচ্ছ ঘটনা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে উভয়পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি হয়।
আদিবাসী পল্লীর লোকজনের অভিযোগ, আমিরুল গংরা দলবদ্ধ হয়ে তাদের পল্লীতে ঢুকে বাড়িঘরে ইটপাটকেল নিক্ষেপ করেন। সেইসঙ্গে বারোয়ারি মন্দিরের মূর্তি ভাঙচুর ও কয়েকজনকে মারধর করে চলে যান।
এ অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত আমিরুল ইসলাম। বলেন, “গ্রামের সবাই আছে। তারা জানে, দেখছে। তারা নিজেরাই মূর্তি ভাঙচুর করে আমাদের ওপর মিথ্যা অভিযোগ তুলছে।”
আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, সামান্য ঘটনা নিয়ে এখানে হিন্দু ও মুসলিম পরিবারের মধ্যে কথা কাটাকাটি থেকে অপ্রীতিকর ঘটনার সৃষ্টি হয়। খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। কে বা কারা মূর্তি ভাঙচুর করেছে সেটি খতিয়ে দেখা হচ্ছে।