• ঢাকা
  • সোমবার, ২০ মে, ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১,

মায়ের পা ধুয়ে ভালোবাসা দিবস পালন করল শিশুরা


টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৪, ২০২৩, ০৪:৪৯ পিএম
মায়ের পা ধুয়ে ভালোবাসা দিবস পালন করল শিশুরা

বিশ্ব ভালোবাসা দিবসকে স্মরণীয় করে রাখতে ভিন্ন ধরণের অনুষ্ঠানের আয়োজন করেছে টাঙ্গাইলের একটি শিক্ষাপ্রতিষ্ঠান।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সকালে শহরের এসপি পার্কে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ভালোবাসা দিবসের দিনটি সাজানো হয়েছে শিশুদের নিয়ে। যেখানে শিশুরা মায়ের পা ধুয়ে ভালোবাসার বহিঃপ্রকাশ করেছে।

সকাল থেকে মা-বাবার হাত ধরে শিক্ষার্থীরা পার্কে উপস্থিত হয়। অনুষ্ঠানস্থল কানায় কানায় পরিপূর্ণ হলে সারিবদ্ধ হয়ে বসেন মায়েরা। এরপর তাদের সন্তানরা মগে পানি নিয়ে একসঙ্গে দেড় শতাধিক মায়ের পা ধুয়ে দিয়ে ভালোবাসা প্রকাশ করে এবং মায়ের গলায় ভালোবাসার স্লোগানসংবলিত মেডেল পড়িয়ে দেয় শিশুরা। এমন ভালোবাসা পেয়ে শিশুদের জড়িয়ে ধরে আবেগে আপ্লুত হন মায়েরা। ভালোবাসা দিবসের এরকম অনুষ্ঠানে উপস্থিত হয়ে শিশুরা আনন্দে মেতে ওঠে।

অভিভাবক মাহবুবা খান জ্যোতি বলেন, “এটাই আমার প্রথম সন্তান। ভালোবাসা দিবসে মেয়েকে নিয়ে এখানে এসেছি অনেক ভালো লাগছে। আমি চাই এ ধরণের আয়োজন প্রতি বছর করা হোক।”

শিল্পী আক্তার নামের আরেক অভিভাবক বলেন, “সন্তানের কাছ থেকে এমন ভালোবাসা পাব কখনও কল্পনা করিনি। শিশুদের ছোট থেকে যা শেখানো হবে, বড় হয়ে তারা তা অনুসরণ করবে। স্কুলের এই উদ্যোগকে সাধুবাদ জানাই। এরকম অনুষ্ঠানের মাধ্যমে ছোট থেকে মা-বাবার প্রতি সন্তানের দায়িত্ব ও কর্তব্য পালনে উদ্বুদ্ধ হবে।”

শিক্ষার্থী নীলাদ্রি খান বলে, “আমি মায়ের পা ধুয়ে দিয়েছি। মাকে মেডেল পরিয়ে দিয়েছি। আমার খুব ভালো লাগছে। এখানে সব বন্ধুরা অনেক মজা করেছি। শিক্ষক আমাদের চকলেট উপহার দিয়েছেন।”

ভিন্নধর্মী এ অনুষ্ঠানের আয়োজক নওশাদ রানা সানভী বলেন, “আমরা মনে করি ভালোবাসা দিবসে ভালোবাসা পাওয়ার প্রথম ভাগীদার মা-বাবা। যদিও তাদের প্রতি ভালোবাসা প্রদর্শনের কোনো বিশেষ দিন প্রয়োজন হয় না। বিশেষ এই দিনে শিশুদের মনে বাবা-মায়ের প্রতি অটুট ভালোবাসা এনে দিতেই এই আয়োজন করে থাকি। আমরা প্রতিটি শিশুকে শিখিয়ে থাকি বড় হয়ে ভালো মানুষ হতে হবে এবং নৈতিক শিক্ষায় শিক্ষিত হতে হবে।”

টাঙ্গাইল জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার বলেন, “এটি একটি ব্যতিক্রমী আয়োজন। শিশুরা তাদের মায়ের পা ধুয়ে সম্মান দেখিয়ে ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটিয়েছে। এমন অনুষ্ঠান আমি প্রথম দেখলাম। এই সমস্ত ব্যতিক্রমী অনুষ্ঠানকে আমি সাধুবাদ জানাই।”

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার। অনুষ্ঠানটি উদ্বোধন করেন অতিরিক্ত পুলিশ সুপার সরোয়ার আলম।
হাতেখড়ি প্রি-প্রাইমারি স্কুলের উপদেষ্টা ও টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, জেলা শিক্ষা অফিসার লায়লা খানম, টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা, রাইট ফেয়ারের চেয়ারম্যান ফরিদ আহমেদ সাথীসহ আরও অনেকে।

Link copied!