• ঢাকা
  • রবিবার, ০২ নভেম্বর, ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২, ১০ জমাদিউল আউয়াল ১৪৪৭

ভারতে গিয়ে নিখোঁজ ঝিনাইদহ-৪ আসনের এমপি


ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশিত: মে ১৯, ২০২৪, ০৫:২১ পিএম
ভারতে গিয়ে নিখোঁজ ঝিনাইদহ-৪ আসনের এমপি
ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। ছবি : সংগৃহীত

ভারতে চিকিৎসা নিতে গিয়ে পরিবারের সঙ্গে তিনদিন ধরে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার।

সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী (পিএস) আব্দুর রউফ শনিবার (১৮ মে) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন।

আব্দুর রউফ জানান, গত ১১ মে সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার চিকিৎসার জন্য ভারতে যান। এরপর তিনদিন পার হলেও পরিবারের সদস্যরা তার সঙ্গে কোনো যোগাযোগ করতে পারেননি। বিষয়টি প্রধানমন্ত্রীকে অবগত করা হয়েছে। সরকারের বিভিন্ন গোয়েন্দা বিভাগ বিষয়টি তদারকি করছে।

সংসদ সদস্যের বোন তাসলিমা খাতুন বলেন, “ভাইয়ের কোনো খোঁজ খবর পাচ্ছি না আমরা। তিনদিন ধরে পরিবারের সাথে কোনো যোগাযোগ নেই।”

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু বলেন, “বিষয়টি তার পরিবার আজকেই আমাকে জানিয়েছে। এ ব্যাপারে খোঁজখবর নেবো।”

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু আজিফ জানান, “স্থানীয় এমপি মহোদয় নিখোঁজ থাকার খবর লোকমুখে শুনেছি। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি।”

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!