• ঢাকা
  • শনিবার, ০৪ মে, ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫

প্রাইভেটকার খাদে পড়ে ছাত্রলীগের নিহত ৪ কর্মীর লাশ হস্তান্তর


সিলেট প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ২০, ২০২৪, ০১:৫১ পিএম
প্রাইভেটকার খাদে পড়ে ছাত্রলীগের নিহত ৪ কর্মীর লাশ হস্তান্তর

সিলেটের জৈন্তাপুরে প্রাইভেটকার খাদে পড়ে নিহত চার তরুণের লাশ হস্তান্তর করেছে পুলিশ। শনিবার (২০ জানুয়ারি) ভোরে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের লাশ হস্তান্তর করা হয়। তারা সবাই উপজেলা ছাত্রলীগে কর্মী।

এর আগে, শুক্রবার রাত দেড়টার দিকে সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুরের ৪ নম্বর বাংলাবাজার রাংপানি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন জৈন্তাপুর উপজেলার নিজপাট লামাপাড়া গ্রামের জহুরুল মিয়ার ছেলে জুবায়ের আহসান (২৬), নিজপাট তোয়াসীহাটি গ্রামের রণদ্বীপ পালের ছেলে নেহাল পাল রিসব (২৫), নিজপাট পানিহারাহাটি গ্রামের আরজু মিয়ার ছেলে মেহেদী হোসেন তমাল (২৪) ও নিজপাট জাঙ্গালহাটি গ্রামের হারুন মিয়ার ছেলে সুমন আহমদ (২৫) ৷

জানা গেছে, শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে জৈন্তাপুর থেকে প্রাইভেটকার নিয়ে জাফলংয়ের উদ্দেশে রওনা হন উপজেলা ছাত্রলীগের চার কর্মী। ৪ নম্বর বাংলাবাজার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের নিচে পড়ে দুর্ঘটনার স্বীকার হন তারা। ঘটনাস্থলেই দুজন মারা যান। বাকি দুই জন সিলেটে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা গেছেন।

জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ বলেন, তারা তামাবিল স্থলবন্দর যাচ্ছিলেন। ৪ নম্বর বাংলা বাজার এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকারটি ব্রিজের নিচে খাদে পড়ে যায়।

জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাজুল ইসলাম বলেন, মারা যাওয়া যুবকদের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

Link copied!