রাজবাড়ীর পাংশায় একসঙ্গে তিন সন্তানের জন্ম দিয়েছেন ছকিনা বেগম (৪০) নামের এক গৃহবধূ।
সোমবার (২৪ জুন) দিবাগত রাত ১১টার দিকে পাংশা আধুনিক ক্লিনিকে নরমাল ডেলিভারির মাধ্যমে তার তিন ছেলে সন্তানের জন্ম হয়। বর্তমানে তিন নবজাতক ও তাদের মা সুস্থ আছেন।
ছকিনা বেগম রাজবাড়ীর কালুখালি উপজেলার রতনদিয়া ইউনিয়নের হরিণাডাঙ্গি গ্রামের মো. বিল্লাল খানের স্ত্রী।
তিন সন্তানের বাবা বিল্লাল খান বলেন, “সোমবার (২৪ জুন) রাত ১০টার দিকে আমার স্ত্রীর প্রসব ব্যথা নিয়ে পাংশা আধুনিক ক্লিনিকে ভর্তি হয়। পরে রাতে ১১টার দিকে নরমাল ডেলিভারিতে তার তিন সন্তানের জন্ম হয়। আমার একসঙ্গে তিন সন্তানের বাবা হয়ে আমি খুব খুশি। আমার পরিবারের সদস্য ও আত্মীয়-স্বজনেরাও সবাই খুব খুশি।”
পাংশা আধুনিক ক্লিনিকের চিকিৎসক ডা. মো. খন্দকার আবু জালাল বলেন, “তিনটি বাচ্চা নরমাল ডেলিভারি করাতে পেরে আমরা অনেক খুশি। মা ও তিন নবজাতকরা সুস্থ আছে।”

































