• ঢাকা
  • শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ৪ পৌষ ১৪৩২, ২৮ জমাদিউস সানি ১৪৪৭

হিটস্ট্রোকে মারা গেলেন পুলিশ সদস্য


পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ২৪, ২০২৪, ০২:১৩ পিএম
হিটস্ট্রোকে মারা গেলেন পুলিশ সদস্য
জেলার মানচিত্র

পটুয়াখালী জেলার বাউফলে হিটস্ট্রোকে মোহাম্মদ শাহ-আলম (৫০) নামের একজন পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।

তিনি পুলিশের ঢাকা গোয়েন্দা শাখায় (ডিবি) কর্মরত ছিলেন। গত শনিবার (২০ এপ্রিল) তিনি ছুটিতে গ্রামের বাড়ি বাউফলে আসেন।

সোমবার (২২ এপ্রিল) রাত ৯টার দিকে হঠাৎ শাহ-আলম অসুস্থ হয়ে পড়েন। অসুস্থ অবস্থায় তাকে বাউফল হাসপাতালে নেওয়া হলে সেখান থেকে তাকে বরিশালে পাঠানো হয়। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।

শাহ-আলম হিটস্ট্রোক করেছিলেন বলে তার পরিবারকে নিশ্চিত করেছেন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক।

 

Link copied!