নরসিংদীর আমিরগঞ্জে ট্রেনের ইঞ্জিনের হুকে আটকে আব্দুল বারিক (৬০) নামের এক পান দোকানির লাশ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ৮টা ৪০ মিনিটে কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে স্টেশন থেকে লাশটি উদ্ধার করা হয়।
এ তথ্য নিশ্চিত করেন ভৈরব রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) কার্তিক চন্দ্র রায়।
নিহত বৃদ্ধ নরসিংদীর রায়পুরার হাসনাবাদ উত্তর পুর এলাকার মৃত কফিল উদ্দিন মীরের ছেলে আব্দুল বারিক (৬০)।
পরিবার ও স্থানীয়দের বরাতে এসআই কার্তিক চন্দ্র রায় জানান, আব্দুল বারিক আমিরগঞ্জ স্টেশন এলাকার একজন পানের দোকানদার। প্রতিদিনের মতো তিনি দোকানে যাওয়ার জন্য রেললাইন পার হচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা চট্রগ্রামগামী সোনার বাংলা একপ্রেসের ট্রেন আসে। ওই ট্রেনের ধাক্কা লেগে আব্দুল বারিক ইঞ্জিনের হুকের সাথে আটকে যান। ৮টা ৪০ মিনিটে ভৈরবে পৌঁছে ট্রেনটি দাঁড়ালে মৃত অবস্থায় তাকে উদ্ধার করা হয়।
এসআই কার্তিক চন্দ্র রায় জানান, নিহত পান দোকানদার কানে কম শুনতেন। পরিবারকে খবর দেওয়া হয়েছে। এ ঘটনায় রেল চলাচল কিছুটা সময় বন্ধ ছিল। ৯টার পর আবার ট্রেন চলাচল স্বাভাবিক হয়। লাশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।






































