• ঢাকা
  • মঙ্গলবার, ০৪ নভেম্বর, ২০২৫, ১৮ কার্তিক ১৪৩২, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৭

ডা. মুরাদের আসনে জিতলেন কে


জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২৪, ১১:৩০ পিএম
ডা. মুরাদের আসনে জিতলেন কে
ডা. মুরাদ হাসান। ফাইল ফটো

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৪ আসনে ডা. মুরাদ হাসানের ঈগল এবং আওয়ামী লীগের নৌকার মাহবুবুর রহমানকে পেছনে ফেলে স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকের আব্দুর রশিদ জয়ী হয়েছেন।

রোববার (৭ জানুয়ারি) জেলা রিটার্নিং কর্মকর্তার সর্বশেষ দেওয়া তথ্যানুযায়ী, আব্দুর রশীদ ৫০ হাজার ৬৭৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাহবুবুর রহমান নৌকা প্রতীকে পেয়েছেন ৪৭ হাজার ৬৩৮ ভোট এবং সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান ঈগল প্রতীকে পেয়েছেন ৩৭ হাজার ৪৩৩ ভোট।

এর আগে রোববার সকাল ৮টা থেকে শুরু হয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। যা শেষ হয় বিকেল ৪টায়। পরে ৮৯টি কেন্দ্রের ভোটগ্রহণ শেষে ঘোষিত ফলে আব্দুর রশীদের জয় নিশ্চিত হয়।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!