• ঢাকা
  • মঙ্গলবার, ০৪ নভেম্বর, ২০২৫, ১৮ কার্তিক ১৪৩২, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৭

বইয়ের ভেতর করে অস্ত্র-গুলি পাচার, গ্রেপ্তার ১


রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ৩, ২০২৩, ০৪:২৯ পিএম
বইয়ের ভেতর করে অস্ত্র-গুলি পাচার, গ্রেপ্তার ১

রাজশাহীতে অভিনব কায়দায় বইয়ের ভেতর চেম্বার করে অস্ত্র পাচারের প্রস্তুতির সময় মো. সাদ্দাম (৩৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব।

শনিবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে রাজশাহী মহানগরীর কাটাখালির আবহাওয়া অফিস এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সাদ্দাম নগরীর মতিহার থানার ধরমপুর পূর্বপাড়ার শাহজাহান আলীর ছেলে।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মহানগরীর কাটাখালি থানাধীন আবহাওয়া অফিস (আবহাওয়া পাড়া) এলাকায় অভিযান চালিয়ে সাদ্দামকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার সঙ্গে থাকা একটি শপিং ব্যাগ থেকে পাঞ্জেরী মাধ্যমিক বাংলা প্রথম পত্র বই বের করা হয়। পরে অভিনব কায়দায় বইয়ের পৃষ্ঠা কেটে তার ভেতর রাখা ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগজিন, ৫ রাউন্ড গুলি জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে অস্ত্র, ম্যাগজিন ও গুলিগুলো বিক্রয়ের উদ্দেশে বইয়ের ভেতর রেখেছিল বলে সাদ্দাম স্বীকার করেছেন। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করে কাটাখালি থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছে র‌্যাব।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!