• ঢাকা
  • সোমবার, ০৩ নভেম্বর, ২০২৫, ১৮ কার্তিক ১৪৩২, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৭

ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছেন : আবুল খায়ের


বরিশাল প্রতিনিধি
প্রকাশিত: জুন ১২, ২০২৩, ১২:১৫ পিএম
ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছেন : আবুল খায়ের

ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছেন বলে জানিয়েছেন বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ ওরফে খোকন সেরনিয়াবাত।

সোমবার (১২ জুন) সরকারি বরিশাল কলেজ কেন্দ্রে সকাল ১০টা ২৭ মিনিটে ২ নম্বর কক্ষে ভোট দেন তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য বলরাম পোদ্দার।

ভোটদান শেষে আবুল খায়ের বলেন, “স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছেন ভোটাররা। তারা ভোট দিতে পেরে আনন্দিত। আইন-শৃঙ্খলাবাহিনীকে বলব ভোট দেওয়ার পরিবেশ সুষ্ঠু রাখতে ব্যবস্থা নিন।”

এ কেন্দ্রে মোট ভোটার ১ হাজার ৮২৬ জন বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা আনোয়ার হোসেন। তিনি বলেন, “৫টি বুথে ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে হচ্ছে।”

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!