সাভারের আশুলিয়ায় ধর্ষণের প্রায় এক মাস পর চিকিৎসাধীন অবস্থায় ১০ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। মৃত্যুর আগে স্বজনদের ধর্ষকের নাম জানিয়েছে শিশুটি। পরে অভিযুক্ত সজলকে আটক করেছে র্যাব।
শনিবার (৩ জুন) দুপুরে আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, শুক্রবার (২ জুন) রাতে আশুলিয়ার জামগড়া এলাকার গাজীরচট বটতলা এলাকা থেকে সজলকে আটক করে র্যাব।
শিশুটির খালাতো ভাই বলেন, “খালাতো বোনসহ আমরা একসঙ্গে আশুলিয়ায় একটি ভাড়া বাসায় থাকতাম। আর প্রতিবেশী সজল একই বাসায় ভাড়া থেকে দিনমজুরের কাজ করতেন। সে মাঝে মাঝে আমার খালাতো বোনকে সঙ্গে নিয়ে টিকটক ভিডিও বানাতেন। প্রায় এক মাস আগে সজল টিকটক বানানোর কথা বলে আমার খালাতো বোনকে ছাদে নিয়ে ধর্ষণ করে। এরপর থেকেই সে অসুস্থ্য হয়ে পড়ে। পরে তাকে মিরপুরে একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ধর্ষণের বিষয়টি নিশ্চিত করে। চিকিৎসকের কথায় আমরা খালাতো বোনের কাছে ধর্ষণের বিষয়ে জানতে চাইলে শুক্রবার বিকেলে মৃত্যুর আগে সজলের নাম বলে।”
এ বিষয়ে আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) নাসির উদ্দিন জানান, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে সজলকে আটক করা হয়েছে। এছাড়া নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
                
              
																                  
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    






































