সাতক্ষীরা থেকে অপহরণের এক মাস পর ইমোতে ভিডিও কলের সূত্র ধরে এক কিশোরীকে (১৭) ঢাকা থেকে উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৩ জুন) সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার মো. আমিনুর রহমান এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে শুক্রবার (২ জুন) রাত ৮টার দিকে রাজধানীর যাত্রাবাড়ী থানার কাজীরগাও এলাকার একটি পরিত্যক্ত ভবন থেকে তাকে উদ্ধার করা হয়। এ সময় অপহরণকারী মুন্নাকে (২৪) গ্রেপ্তার করে পুলিশ। সে যাত্রাবাড়ীর জাহাঙ্গীর আলমের ছেলে।
অতিরিক্ত পুলিশ সুপার জানান, গত শনিবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ৮টায় সাতক্ষীরার সংগ্রাম হাসপাতালের সামনে থেকে কোচিং শেষে বাড়ি ফেরার পথে সুমাইয়াকে অপহরণ করেন মুন্না। এ ঘটনায় ওই কিশোরীর বাবা বাদী হয়ে সদর থানায় একটি মামলা করেন।
আমিনুর রহমান আরও জানান, অপহৃত কিশোরী দশদিন পর কৌশলে ইমোতে ভিডিও কলে ‘চাচা আমাকে বাঁচাও, আমি এখান থেকে বের হতে পারছি না’ বলে আর্তনাদ প্রকাশ করেন। এরপর সেই সূত্র ধরে তথ্যপ্রযুক্তির সহায়তায় মামলার তদন্তকারী কর্মকর্তা তন্ময় মোহন্তের নেতৃত্বে পুলিশের একটি দল তাদের অবস্থান শনাক্ত করতে সক্ষম হন।
সংবাদ সম্মেলনে সদর সার্কেলের এসপি মীর আসাদুজ্জামান, সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম, পুলিশ পরিদর্শক তারেক বিন আজিজ প্রমুখ উপস্থিত ছিলেন।
                
              
																                  
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    






































