সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে উড্ডয়নের সময় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজের চাকা ফেটে গেছে। এতে বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা বন্ধ রয়েছে।
শুক্রবার (৩ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
সিলেট থেকে ঢাকার উদ্দেশে উড্ডয়নরত ওই ফ্লাইটে ১০০ জন যাত্রী ছিলেন। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
সিলেট এমএজি ওসমানী বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ চৌধুরী জানান, দুপুর দেড়টায় সিলেট থেকে যাত্রী নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৬০২ নম্বরের ফ্লাইটটি ঢাকা যাচ্ছিল।ওই ফ্লাইট ১০০ জন যাত্রী নিয়ে রানওয়েতে ওঠার পর সেটির একটি চাকা পাংচার হয়ে যায়। এ সময় কিছুটা আতঙ্ক ছড়িয়ে পড়লেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
বিমানের চাকা মেরামত চলছে, সেটি ঠিক হলে ফ্লাইটটি ঢাকার উদ্দেশে যাত্রা করবে বলে জানান রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান সংস্থার এই কর্মকর্তা।
                
              
																                  
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    






































