সিলেট থেকে জেদ্দায় সরাসরি ফ্লাইট শুরু হয়েছে আগেই। এবার শুরু হতে যাচ্ছে সিলেট-শারজাহ সরাসরি ফ্লাইট।
মঙ্গলবার (১ নভেম্বর) রাত সাড়ে ১০টায় বিমানের ৭৩৭ মডেলের বিজি-২৫১ ফ্লাইটটি ১৬৪ জন যাত্রী নিয়ে আরব আমিরাতের শারজাহের উদ্দেশে রওনা হবে।
জানা গেছে, সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে ও টার্মিনালের সম্প্রসারণ করা হচ্ছে। এতে বিমানবন্দরের সক্ষমতা বাড়ছে। ফলে আন্তর্জাতিক রুটগুলোতে সরাসরি ফ্লাইটও বাড়ছে।
এর আগে ২৪ অক্টোবর সিলেট থেকে সৌদি আরবের জেদ্দায় সরাসরি ফ্লাইট চালু হয়। এবার সিলেট থেকে সরাসরি বিমান যাবে শারজাহে। ফলে সিলেটের যাত্রীদের আর ঢাকায় গিয়ে ফ্লাইট ধরতে হবে না। এতে ভোগান্তি কমে আসবে।
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ আহমদ জানান, ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের সক্ষমতা বাড়ায় নতুন নতুন রুটে ফ্লাইট চালু হচ্ছে। আগামীকাল থেকে সিলেট-শারজাহ ফ্লাইটও চালু হবে।
বাংলাদেশ বিমানের জেলা ব্যবস্থাপক মনসুর আহমেদ ভুঁইয়া জানান, গত সপ্তাহে জেদ্দায় সরাসরি ফ্লাইট শুরু হয়েছে। শারজাহেও ফ্লাইট চালু হচ্ছে। এরপর সিলেট থেকে মদিনায় সরাসরি ফ্লাইট চালুর ভাবনা আছে।
                
              
																                  
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    






































