• ঢাকা
  • রবিবার, ০৫ মে, ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫

নাটোরের চারটি আসনে জামানত হারিয়েছেন ২৪ প্রার্থী


নাটোর প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ৯, ২০২৪, ১১:৫৪ এএম
নাটোরের চারটি আসনে জামানত হারিয়েছেন ২৪ প্রার্থী

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোরের ৪টি আসনে লাঙ্গল, কুলা, হাতুড়ি ও মশালসহ বিভিন্ন রাজনৈতিক দলের ২৪ জন প্রার্থী জামানত হারালেন। ২৫ শতাংশ ভোট না পাওয়ায় এসব প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়।

রোববার (৭ জানুয়ারি) নাটোর জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার আবু নাছের ভূঁইয়ার দেওয়া নির্বাচনী ফলাফল থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।

এরমধ্যে রয়েছেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে ৭ জন, নাটোর-২ (নাটোর সদর-নলডাঙ্গা) আসনে ৩ জন, নাটোর-৩ (সিংড়া) আসনে ৭ জন এবং নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনে ৭ জন প্রার্থী।

নাটোর-১ আসনে জামানত বাজেয়াপ্ত হওয়া প্রার্থীরা হলেন বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও নাটোর জেলা শাখার সভাপতি, উত্তরবঙ্গ আখচাষি সমিতির সভাপতি অধ্যক্ষ ইব্রাহীম খলিল (হাতুড়ি) পেয়েছেন ৩৪৩০ ভোট, আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী নাটোর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য লে. কর্নেল (অব.) মো. রমজান আলী সরকার (কাঁচি) পেয়েছেন ২৬১৪ ভোট, জাতীয় পার্টির ব্যারিস্টার মো. আশিক হোসেন (লাঙ্গল) পেয়েছেন ২০৩৬ ভোট, আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী নাটোর জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কাজল রায় (ঢেঁকি) পেয়েছেন ১১৩৬ ভোট, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের (ইনু) ইঞ্জিনিয়ার মো. মোয়াজ্জেম হোসেন (মশাল) পেয়েছেন ৮১৭ ভোট, জাসদ স্বতন্ত্র মো. জামাল উদ্দিন ফারুক (ট্রাক) পেয়েছেন ৪৬৮ ভোট এবং বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) মো. লিয়াকত আলী (একতারা) পেয়েছেন ৪৫১ ভোট।
এ আসনে মোট ভোটার ৩ লাখ ৪৯ হাজার ৩৬৯ জন। এর মধ্যে ১ লাখ ৭০ হাজার ২৪৯ জন ভোট দিয়েছেন এবং বাতিল ভোট ৫ হাজার ৪০৭টি। নিয়ম অনুযায়ী ২৫ শতাংশ ভোট হবে ৪২ হাজার ৫৬২টি।

নাটোর-২ (নাটোর সদর-নলডাঙ্গা) জামানত বাজেয়াপ্ত প্রার্থী ৩ জন। এরা হলেন- নাটোর জেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি মো. নুরন্নবী মৃধা (লাঙ্গল) পেয়েছে ২৭১৫ ভোট, বাংলাদেশ কংগ্রেস পার্টির মোহাম্মদ বজলুর রশিদ (ডাব) পেয়েছেন ৮৩৯ ভোট এবং জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) মো. শরিফুল ইসলাম (মশাল) পেয়েছেন ৫৮০ ভোট।

এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৮৪ হাজার ৪৯ জন। এর মধ্যে ভোট দিয়েছেন ১ লাখ ৮৭ হাজার ৪১ জন এবং বাতিল ভোট ৫ হাজার ৩২১টি।

নাটোর-৩ (সিংড়া)-এ ৭ জন জামানত হারিয়েছেন, এরা হলেন জাতীয় পার্টির মো. আনিছুর রহমান (লাঙ্গল) পেয়েছেন ৭৭৯ ভোট, বিকল্পধারা বাংলাদেশের মো. আনোয়ার হোসেন (কুলা) পেয়েছেন ২৩০ ভোট, তৃণমূল বিএনপির মো. আবুল কালাম আজাদ (সোনালী আঁশ) পেয়েছেন ২১৯ ভোট, স্বতন্ত্র প্রার্থী মো. আব্দুল্লাহ আল মামুন (ট্রাক) পেয়েছেন ১২৪ ভোট, বাংলাদেশ কংগ্রেসের মো. আমিরুল ইসলাম (ডাব) পেয়েছেন ২০৮ ভোট, তরিকত ফেডারেশনের (বিটিএফ) মো. আলতাফ হোসেন (ফুলের মালা) পেয়েছেন ৬৫ ভোট এবং সাবেক উপজেলা চেয়ারম্যান বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির মো. মিজানুর রহমান মিজান (হাতুড়ি) পেয়েছেন ৬৩৮ ভোট।

এ আসনটিতে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ২০ হাজার ৪৭০ জন। তার মধ্যে ২ লাখ ১৩ হাজার ২৭৩টি ভোট প্রদান করা হয়। এখানে বাতিল ভোট ৩ হাজার ৯১৩টি।

নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর)-এ ৭ জন জামানত হারিয়েছেন, এসব প্রার্থীরা হলেন জাতীয় পার্টির মো. আলাউদ্দিন মৃধা (লাঙ্গল) পেয়েছেন ২৮৬ ভোট; তৃণমূল বিএনপির মো. আব্দুল খালেক সরকার (সোনালী আঁশ) পেয়েছেন ৭২ ভোট; জাতীয় পার্টির-জেপি এস এম সেলিম রেজা (বাইসাইকেল) পেয়েছেন ২৫৩ ভোট; বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের (বিএনএম) গাজী আবু সায়েম রতন (নোঙ্গর) পেয়েছেন ১৪০ ভোট; বাংলাদেশ কংগ্রেসের শান্তি রিবারু (ডাব) পেয়েছেন ২৭৩ ভোট; আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী পৌর আওয়ামী লীগের সভাপতি মো. জাহিদুল ইসলাম (ঈগল) পেয়েছেন ১ হাজার ২৯১ ভোট ও স্বতন্ত্র প্রার্থী সুজন আহমেদ (দোলনা) পেয়েছেন ২ হাজার ৭১৫ ভোট।

এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৮ হাজার ৭৯৪ জন। এর মধ্যে প্রদত্ত ভোট ১ লাখ ৮৪ হাজার ৭০৫টি এবং বাতিল ভোট ৩ হাজার ৯৫টি।

উল্লেখ্য, নাটোরের চারটি আসনের মধ্যে তিনটিতে নৌকা এবং লালপুর বাগাতিপাড়া ১ আসনে স্বতন্ত্র প্রার্থী বেসরকারি ভাবে বিজয়ী হয়েছে। রোববার (৭ জানুয়ারি) রাত ১০টায় ভোটের ফলাফল ঘোষণা করা করেন জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার আবু নাছের ভূঁইয়া।

Link copied!