• ঢাকা
  • মঙ্গলবার, ০৪ নভেম্বর, ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৭

বাস-মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে নিহত ৩


রংপুর প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ৩১, ২০২৫, ১১:২৭ এএম
বাস-মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
সড়ক দুর্ঘটনা। ছবি : সংবাদ প্রকাশ গ্রাফিক্স

রংপুর-ঢাকা মহাসড়কে কুড়িগ্রামগামী বাস ও মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আর দুজন।

শুক্রবার (৩১ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে রংপুর নগরীর সাতমাথা চায়না টকি নব্দীগঞ্জ বাজারের আগে এ দুর্ঘটনা ঘটে।

রংপুর মেট্রোপলিটন মাহিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কুদ্দুস জানান, নৈশ কোচ পাভেল এক্সপ্রেস কুড়িগ্রামগামী ও কাউনিয়া থেকে ছেড়ে আসা মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তিনজন মাহিন্দ্রার যাত্রী নিহত হন। আরও দুজন গুরুতর আহত হন। আহত ব্যক্তিদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সেই সঙ্গে নিহত ব্যক্তিদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত ব্যক্তিদের এখনো পরিচয় শনাক্ত করা যায়নি। পরিচয় শনাক্তকরণের কাজ চলছে।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!