ময়মনসিংহের ত্রিশালের ধলা রেলওয়ে স্টেশন এলাকায় দেওয়ানগঞ্জগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের পাওয়ার কারের লাইনচ্যুত বগি উদ্ধার ও রেললাইন সংস্কার শেষে সাড়ে ৮ ঘণ্টা পর স্বাভাবিক হয়েছে ঢাকা-ময়মনসিংহ রুটে রেল যোগাযোগ।
বুধবার (২ অক্টোবর) সকাল পৌনে ৬ টায় ক্ষতিগ্রস্ত রেললাইনের সংস্কারের পর ট্রেন চলাচল সচল হয়।
গফরগাঁও রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই কার্তিক চন্দ্র রায় জানান, লাইনচ্যুত বগিটি উদ্ধার করার পর রাত সোয়া ২টায় ট্রেনটি দেওয়ানগঞ্জের উদ্দেশে ছেড়ে যায়। পরবর্তীতে ক্ষতিগ্রস্ত রেললাইনের কাজ শেষে পৌনে ৬টায় স্বাভাবিক হয় ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল।
এর আগে, মঙ্গলবার রাত ৯টা ২০ মিনিটে ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনটি ত্রিশালের ধলা স্টেশন এলাকা অতিক্রম করার সময় লাইনচ্যুত হয়। এতে বন্ধ হয়ে যায় ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল।

































