• ঢাকা
  • রবিবার, ১৫ জুন, ২০২৫, ১ আষাঢ় ১৪৩২, ১৮ জ্বিলহজ্জ ১৪৪৬

স্ত্রী হত্যা মামলায় স্বামীর ফাঁসি


ফেনী প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ২১, ২০২১, ০৫:২৪ পিএম
স্ত্রী হত্যা মামলায় স্বামীর ফাঁসি

ফেনী সদর উপজেলার ফাজিলপুরে শিরীন আক্তারকে বৈদ্যুতিক শক দিয়ে হত্যার ঘটনায় স্বামী মো. ইয়াছিনকে ফাঁসি এবং ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত।

রোববার (২১ নভেম্বর) জেলা ও দায়রা জজ আদালতের বিচারক বেগম জেবুন্নেছা এই রায় ঘোষণা দেন। এর আগে কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে আসামি মো. ইয়াছিনকে আদালতে হাজির করা হয়।

রাষ্ট্রপক্ষের কৌঁসুলি হাফেজ আহম্মদ বলেন, আদালতে হত্যা মামলার রায়ে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে।

বাদী পক্ষের আইনজীবী বলেন, আদালতে রায়ে তারা সন্তুষ্ট। আর কেউ যেন এমন ন্যক্কারজনক ঘটনা ঘটাতে সাহস না পায় সেজন্য দৃষ্টান্তমূলক সাজা দেওয়া হয়েছে।

২০১৮ সালের ২৬ নভেম্বর ফেনী সদর উপজেলার ফাজিলপুর এলাকার মো. ইয়াছিনের সঙ্গে শিরীন আক্তারের বিয়ে হয়।

Link copied!