• ঢাকা
  • শুক্রবার, ০৪ জুলাই, ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২, ০৮ মুহররম ১৪৪৬

মদপানে জেলের মৃত্যু


কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ১৩, ২০২১, ০৬:৩২ পিএম
মদপানে জেলের মৃত্যু

কক্সবাজারের টেকনাফের হ্নীলার জেলেপাড়ায় অতিরিক্ত মদপান করে মিলন জলদাস নামের এক জেলে মারা গেছেন।

সোমবার (১৩ ডিসেম্বর) সকালে তিনি মারা গেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, রোববার রাতে জেলেপাড়ায় মিলন জলদাস মদপান করে অসুস্থ হয়ে পড়েন। গুরুতর অবস্থায় তাকে টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে মারা যান তিনি। জলদাস হ্নীলার সুধীর জলদাসের ছেলে।

এ ব্যাপারে টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, “আমরা শুনেছি অতিরিক্ত মদপানের ফলে জেলে মিলন জলদাসের মৃত্যু হয়েছে। মরদেহ মর্গে পাঠানো হয়েছে।”

Link copied!