• ঢাকা
  • বুধবার, ২৬ মার্চ, ২০২৫, ১২ চৈত্র ১৪৩০, ২৫ রমজান ১৪৪৬

নিখোঁজ মাদ্রাসাছাত্রের লাশ উদ্ধার


গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ৬, ২০২১, ০৯:৪৭ পিএম
নিখোঁজ মাদ্রাসাছাত্রের লাশ উদ্ধার

গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুর নামা বাজার এলাকায় বন্ধুদের সঙ্গে খালে গোসল করতে নেমে নিখোঁজ হয় মাদ্রাসাছাত্র মামুন হোসেন (১৭)। নিখোঁজের ৪ ঘণ্টা পর লাশ উদ্ধার করেছে টঙ্গী ফায়ার সার্ভিস ডুবুরি দল।

বুধবার (৬ অক্টোবর) বেলা ১১টার সময় ওই ঘটনাটি ঘটে। বিকেল ৩টার পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাকে উদ্ধার করে।

মাদ্রাসাছাত্র মামুন হোসেন (১৬) বাগেরহাটের চিতলমারী থানার বড়গলী এলাকার আজগড় আলী মিস্ত্রিরির ছেলে। সে কাশিমপুর সুরাবাড়ী এলাকায় থেকে আজিজিয়া মাদ্রাসায় খানকা শরীফে পড়াশোনা করতেন। 

পুলিশ সূত্রে জানা গেছে, তিন বন্ধুর সঙ্গে খালে গোসল করতে যায় মামুন। একপর্যায়ে একটু গভীরে চলে গেলে সাঁতার না জানায় ডুবে যায়। বন্ধুরা চিৎকার করলে আশেপাশের লোকজন এসে খোঁজাখুঁজি করেও উদ্ধার করতে পারেনি। পরে টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাকে উদ্ধার করে।

গাজীপুর মেট্রোপলিটন কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবে খোদা জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
 

Link copied!