• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫

ভ্রমণ কেন প্রয়োজন?


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ৩০, ২০২২, ০৫:৫৬ পিএম
ভ্রমণ কেন প্রয়োজন?

ভ্রমণপিপাসুরা ভ্রমণের মূল্য বোঝেন। কিন্তু যারা ভ্রমণ করেন না তারা এর মর্মও জানেন না। অনেকে হয়তো ভ্রমণে ইচ্ছে থাকে কিন্তু সময় বা সুযোগ হয়ে উঠে না। তবে মানুষের জীবনে ভ্রমণের গুরুত্ব অনেক। কেন ভ্রমণ করবেন? এর সুফলের তালিকা শেষ করা যাবে না। ছোট করে বলা যায়, জীবনকে  ইতিবাচক করে তুলতে ভ্রমণের গুরুত্ব অনেক। কারণ স্বাস্থ্যগত, শিক্ষা, সাংস্কৃতিক বিকাশে ভ্রমণ করা জরুরি। জীবনে নান্দনিকতা ছোয়া পেতে ঘুরে বেড়ান পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে।

মানবজীবনে ভ্রমণের গুরুত্ব নিয়ে অনেক কথা বলেছেন দার্শনিকরা। তাদের মতে, ভ্রমণে অর্থ ব্যয় হয়, এটা ভুল কথা। বরং ভ্রমণ করলে শরীর ও মন সুস্থ থাকে। যা থেকে মানুষের অর্থ আরও সঞ্চিত হয়। মনের দিক থেকে ধনী হওয়া যায়। জীবনকে উপভোগ করা যায়।

আগে হয়তো ভ্রমণে তেমন স্পৃহা ছিল না কারো। কিন্তু যুগের পরিবর্তন আর বির্বতনে ভ্রমণে আগ্রহী হয়ে উঠেছে ছোট বড় সবাই। বয়স আর মানুষকে চার দেয়ালে আটকে রাখতে পারে না এখন। সময় পেলেই নেমে পড়েন দেশ ভ্রমণে। অনেকে বিদেশেও পাড়ি দিচ্ছেন। কিন্তু যারা এখনও নানাদিকের ব্যস্ততায় ঘর ছেড়ে বেরুতে পারেননি তাদের এখনই সচেতন হতে হবে। কারণ ভ্রমণে অনেক ইতিবাচক দিক রয়েছে। আপনি কেন ভ্রমণ করবেন বা কেন ভ্রমণ আপনার জন্য জরুরি চলুন এর কিছু কারণ সম্পর্কে জেনে নেই_

  • বিশেষজ্ঞরা বলেন, ভ্রমণের মাধ্যমে স্থান পরিবর্তন এবং নতুন প্রাণশক্তি আহরণ হয়। 
  • চারদেয়ালে বন্দি থেকে নিজেকে জানা যায় না। তাই নিজেকে জানার জন্য অন্যতম একটা উপায় হচ্ছে ভ্রমণ করা। আপনি যে অনেক কিছুই করতে পারেন তা ভ্রমণে বেরুলেই বুঝতে পারবেন।
  • ভ্রমণ করলে দূরদর্শী মানুষ হয়ে উঠবেন। আপনি আরও স্পষ্ট ও গভীর দৃষ্টিসম্পন্ন মানুষ হয়ে উঠবেন।
  • পৃথিবীর নানা দিক সম্পর্কে আপনার অভিজ্ঞতার ভাণ্ডার আরও বাড়বে। নিজেকে আরও সমৃদ্ধ মনে হবে।
  • ভ্রমণের মাধ্যমে আপনার মধ্যে জড়তাও কেটে যাবে। অন্য ভাষাভাষী মানুষদের সঙ্গে মিশে যেতে পারবেন। অন্যদের কালচার কেমন হয় তা জানতে পারবেন। 
  • ভ্রমণের মাধ্যমে আপনি সামাজিক ও প্রকৃতি-বান্ধব হয়ে উঠবেন। বিশ্বের অনিন্দ্য সুন্দর প্রকৃতির  রূপে আপনার অনুভূতিগুলো আরও প্রাণবন্ত হয়ে উঠবে। 
  • ভ্রমণ করলে আপনার সাহস, অভিজ্ঞতা ও ধৈর্য শক্তি বাড়বে। সেই সঙ্গে বাড়বে আত্মবিশ্বাসও।  যে কোনও পরিস্থিতি মোকাবেলার কৌশল জানবেন আপনি। আপনার বহুমাত্রিক জ্ঞান বৃদ্ধি পাবে।
  • ভ্রমণে সবচেয়ে বেশি সুফল হচ্ছে, মানসিক চাপ কমে আসবে। যারা হতাশা বা অন্য ধরণের মানসিক চাপে ভুগছেন তারা ঘুরে আসুন পছন্দের স্থান থেকে। দেখবেন দ্রুত সুস্থ হয়ে উঠছেন। 
  • ভ্রমণ করে জীবন গতিশীল হয়। এমনকি সামাজিক-পেশাগত দক্ষতাও বৃদ্ধি পায়। গতানুগতিক জীবনের বিবর থেকে মুক্তি পাবেন।
Link copied!