পাকিস্তানে হামলা চালাতে গিয়ে ৫টি যুদ্ধবিমান হারানোর কথা স্বীকার করেছেন রাহুল গান্ধী। অপারেশন সিঁদুর নিয়ে ভারতের কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে প্রশ্নবাণ ছুড়েছেন দেশটির বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের একটি মন্তব্য ঘিরে রাহুল প্রশ্ন তুলেছেন, “পাকিস্তান জানত বলেই কি আমরা ভারতীয় বায়ুসেনার বিমান হারিয়েছি?”
সোমবার (১৯ মে) সামাজিক মাধ্যম এক্সে তিনি লেখেন, “পররাষ্ট্রমন্ত্রীর নীরবতা শুধু অর্থপূর্ণই নয়, এটি অপরাধমূলক। তাই আমি আবারও জিজ্ঞেস করছি, পাকিস্তান জানত বলেই আমরা কয়টি বিমান হারিয়েছি?”
রাহুল আরও লেখেন, “এটা কোনো গাফিলতি নয়। এটা ছিল একেবারে অপরাধ। দেশবাসী সত্য জানার দাবি রাখে।”
এদিকে রাহুলের এই মন্তব্যের পাল্টা জবাব দিয়েছে কেন্দ্রের ক্ষমতাসীন বিজেপি। দলটির আইটি সেলের প্রধান অমিত মালব্য এক্সে লিখেছেন, “রাহুল গান্ধীর বোকার মতো আচরণ নিছকই কাকতালীয় নয়, এটা উদ্দেশ্যপ্রণোদিত। তিনি যেন পাকিস্তানের ভাষায় কথা বলছেন।“
রাহুল গান্ধী এর আগেও, ১৭ মে, জয়শঙ্করের একটি পুরোনো ভিডিও পোস্ট করে বিতর্কের সূচনা করেন। সেই ভিডিওতে জয়শঙ্করকে বলতে শোনা যায়, ভারত 'আক্রমণ শুরুর সময় পাকিস্তানকে সতর্ক করেছিল'।
ভিডিওটি পোস্ট করে রাহুল লিখেছিলেন, “আমাদের আক্রমণের শুরুতে পাকিস্তানকে জানানো ছিল অপরাধ। পররাষ্ট্রমন্ত্রী নিজের মুখেই স্বীকার করেছেন, সরকার এটা করেছে। কে এই সিদ্ধান্ত নিয়েছিল? এর ফলে আমরা কয়টি যুদ্ধবিমান হারিয়েছি?”
৭ মে 'অপারেশন সিন্দুর' নামে এই সামরিক অভিযান পরিচালনা করে ভারত। ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের অনন্তনাগ জেলার পেহেলগামে ২২ এপ্রিলের এক জঙ্গি হামলার প্রতিশোধ নিতে পাকিস্তানে অবস্থিত 'সন্ত্রাসী ঘাঁটিগুলোকে' লক্ষ্য করে এই বিমান হামলা চালানো হয় বলে নয়াদিল্লি দাবি করে।
পাকিস্তান ওই দিন ভারতের আক্রমণকে প্রতিহত করা ও অন্তত ৫টি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে।