• ঢাকা
  • মঙ্গলবার, ২০ মে, ২০২৫, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২, ২১ জ্বিলকদ ১৪৪৬

ইসরায়েলের ওপর কানাডা-ফ্রান্স-যুক্তরাজ্যের নিষেধাজ্ঞার হুমকি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মে ২০, ২০২৫, ০৮:৩৮ এএম
ইসরায়েলের ওপর কানাডা-ফ্রান্স-যুক্তরাজ্যের নিষেধাজ্ঞার হুমকি
ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের গাজায় নতুন করে শুরু সামরিক আক্রমণ বন্ধ না করলে এবং সাহায্য নিষেধাজ্ঞা প্রত্যাহার না করলে নিষেধাজ্ঞার হুমকি দিয়েছে কানাডা, ফ্রান্স ও যুক্তরাজ্য।

যুক্তরাজ্য সরকারের একটি যৌথ বিবৃতির বরাতে আল-জাজিরার লাইভে মঙ্গলবার (২০ মে) এ তথ্য জানানো হয়েছে। সংবাদমাধ্যমটি বলছে, ওই তিন দেশের নেতারা ইসরায়েলকে সতর্ক করে গাজায় হামলা বন্ধের আহ্বান জানিয়েছেন।

যৌথ বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলি সরকারের বেসামরিক জনগোষ্ঠীর জন্য প্রয়োজনীয় মানবিক সহায়তা অস্বীকার করা অগ্রহণযোগ্য এবং আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘনের মতো ঝুঁকিপূর্ণ।

এদিকে সোমবার গাজাজুড়ে হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬২ জনে। আহতের সংখ্যাও বেড়েছে।

এ অবস্থার মধ্যে ১১ সপ্তাহ অবরোধ করে রাখার পর গাজায় সীমিত পরিসরে সোমবার খাদ্য প্রবেশের অনুমতি দিয়েছে ইসরায়েল। গাজায় ‘যাতে দুর্ভিক্ষ দেখা না দেয়’, তা নিশ্চিত করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে। 

২০২৩ সালের ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামাসের নেতৃত্বে হামলা হয়। ওই হামলায় প্রায় ১ হাজার ২০০ জন নিহত এবং ২৫০ জনের বেশি মানুষকে জিম্মি করা হয়। গাজায় প্রায় ৫৮ জন জিম্মি রয়ে গেছে, যাদের মধ্যে ২৩ জন জীবিত বলে ধারণা করা হচ্ছে।

ইসরায়েলের হামলায় এ পর্যন্ত ৫৩ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।

Link copied!