ভারতভিত্তিক ট্রাভেল এজেন্সির মালিক ও সিনিয়র কর্মকর্তাদের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। ভারতীয় এসব সংস্থা সচেতনভাবে অবৈধ অভিবাসনে সহায়তা করছে বলে অভিযোগ করেছে ওয়াশিংটন।
সোমবার (১৯ মে) ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস এক বিবৃতিতে জানিয়েছেন, ভারতে মার্কিন দূতাবাসের তথ্যের ভিত্তিতে অভিবাসন ও জাতীয়তা আইনের অধীনে অজ্ঞাত ব্যক্তিদের ভিসা নিষেধাজ্ঞার আওতায় আনা হচ্ছে। অবৈধ অভিবাসন নেটওয়ার্ক বন্ধ করাই এর লক্ষ্য। তবে এজেন্সিগুলো কীভাবে অবৈধ অভিবাসনের সুবিধা দিয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানাননি ট্যামি ব্রুস।
রয়টার্স বলছে, যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর অভিবাসন নীতির অংশ। প্রেসিডেন্ট ট্রাম্প ২০২৫ সালের শুরু থেকেই অভিবাসন ইস্যুতে আরও কঠোর অবস্থান নিয়েছেন। অবৈধ অভিবাসীদের আটক এবং অবৈধভাবে মানুষ পাচারের বিরুদ্ধে আমেরিকায় ব্যাপক অভিযান চলছে।