অবশেষে গুঞ্জনই সত্য হলো। ৩৫ বছর বয়সী সার্জিও রামোসের নতুন ঠিকানা এখন ফরাসি ক্লাব পিএসজি।
এদিকে ফ্রান্সের এ ক্লাবের হয়ে চুক্তির আগে রিয়াল মাদ্রিদের সাবেক এ অধিনায়ক ফিরিয়ে দিয়েছেন ইংলিশ প্রিমিয়ার লিগের দুই জায়ান্ট ক্লাব আর্সেনাল ও ম্যানচেস্টার সিটির প্রস্তাব। যদিও ইংলিশ ক্লাব থেকে অনেক সুযোগ সুবিধা প্রস্তাব করা হয়েছিল।
পিএসজির সঙ্গে রামোসের দুই বছরের জন্য চুক্তি হয়েছে। এখানে রামোসের বার্ষিক বেতন হবে প্রায় ১৫ মিলিয়ন ইউরো।
আর্সেনাল রামোসকে প্রতিবছর ১৭ মিলিয়ন ইউরো করে দুই বছরের জন্য খেলার প্রস্তাব দিয়েছিল। কিন্তু রামোস এ প্রস্তাব প্রত্যাখ্যান করে দেন কারণ, আর্সেনাল আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলতে পারবে না।
এদিকে ম্যানচেস্টার সিটি ২০২৩ সাল পর্যন্ত খেলার প্রস্তাব দিয়েছিল। এক্ষেত্রে রামোসকে তিন বছরের জন্য সিটি মালিকানাধীন আমেরিকার ক্লাব নিউইয়র্ক সিটিতে খেলতে হবে। স্পেনের বিশ্বকাপজয়ী এ অধিনায়ক এ প্রস্তাবও প্রত্যাখ্যান করে দেন।
আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ জয়ের আশায় মাঠে নামবে পিএসজি, এখানে তার সঙ্গী হিসেবে থাকবে নেইমার ও কিলিয়ান এমবাপ্পের মত তারকারা।
রিয়াল মাদ্রিদের ১৬ বছরে ক্যারিয়ারে রামোস ৬৭১ ম্যাচে করেছেন ১০১ গোল। মাদ্রিদ জায়ান্টদের হয়ে জিতেছেন চারটি চ্যাম্পিয়ন্স লিগ ও পাঁচটি লা লিগার শিরোপা।