• ঢাকা
  • সোমবার, ০৭ জুলাই, ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২, ১১ মুহররম ১৪৪৬

বাবা হলেন নেইমার


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ৬, ২০২৫, ০৭:২৩ পিএম
বাবা হলেন নেইমার
নেইমার-ব্রুনার ঘরে এসেছে নতুন অতিথি। ছবি: ব্রুনা বিয়ানকার্দির অফিশিয়াল ইন্সটাগ্রাম আইডি থেকে

ফুটবলে নেইমারের সময়টা খুব ভালো কাটছে না। তবে পরিবারের সঙ্গে এই ব্রাজিলিয়ান তারকা সুন্দর সময় পার করছেন। নেইমার-ব্রুনা বিয়ানকার্দির ঘরে এসছে নতুন অতিথি। ব্রুনা তার ইন্সটাগ্রাম একাউন্ট থেকে ছবি পোস্ট করে ভক্তদের এমনটিই জানিয়েছেন। নবজাতককে কোলে নিয়ে নেইমারকে বেশ উচ্ছ্বসিত দেখা গেছে ছবিতে।

এ বছরের জানুয়ারিতে ঘরে নতুন অতিথি আসার খবর দিয়েছিলেন নেইমার-ব্রুনা জুটি। শনিবার (৫ জুলাই) সাও পাওলোর ভিলা নোভা স্টার হাসপাতালে জন্ম নিয়েছে তাদের কন্যাসন্তান। সন্তানের নাম রাখা হয়েছে ‘মেল’।

চতুর্থ সন্তানের বাবা হলেন নেইমার। তবে নেইমার-ব্রুনা জুটির দ্বিতীয় সন্তান মেল। এই জুটির প্রথম কন্যা মাভির জন্ম ২০২৩ সালে। মাঝে ২০২৪ সালে ব্রজিলিয়ান মডেল অ্যামান্ডা কিম্বার্লির কোলে আসে নেইমারের আরেক কন্যা হেলেনা।

নেইমারের প্রথম সন্তান দাভির লুকার জন্ম হয় ২০১১ সালে। ব্রজিলিয়ান এই তারকার সাবেক প্রেমিকা দান্তাসের গর্ভের সন্তান দাভি। তদের বিচ্ছেদ হলেও দাভি এখন নেইমারের সঙ্গেই থাকেন।

ব্রনা ইনস্টাগ্রাম পোস্টে জানান, ‘আমাদের মেল এসেছে! আমাদের জীবন এখন আরও মধুর এবং পরিপূর্ণ হয়ে উঠেছে! স্বাগত, প্রিয় কন্যা! ঈশ্বররের আশীর্বাদ থাকুক তোমার জীবনে, সকল খারাপ কিছু থেকে তিনি তোমাকে রক্ষা করুক! আমরা তোমার সঙ্গে নতুন এই অধ্যায় শুরু করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি, আমরা তোমাকে ভালোবাসি!’

সম্প্রতি নেইমার তার শৈশবের ক্লাব সান্তোসের সঙ্গে নতুন করে ছয় মাসের চুক্তি নবায়ন করেছেন। তবে ফুটবল থেকে আপাতত ছুটি নিয়ে বাবার দায়িত্ব পালনে ব্যস্ত তিনি। ব্রুনার পোস্টের ছবিগুলোতে মেয়েদের নিয়ে বেশ উচ্ছ্বসিত দেখা গেছে ৩৩ বছর বয়সী এই ব্রাজিলিয়ান তারকাকে।

Link copied!