নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টে বাংলাদেশ প্রথম ইনিংসে ৪৫৮ রানের বেশ শক্ত প্রতিরোধ গড়ে তোলে। তার আগে প্রথমে ব্যাট করে কিউইদের সংগ্রহ ছিল ৩২৮ রান। ফলে বাংলাদেশ এগিয়ে থাকে ১৩০ রানে।
নিউজিল্যান্ডের দ্বিতীয় ইনিংসের শুরুতে বাংলাদেশ বোলাররা ২ উইকেট তুলে নিলেও রস টেলর ও উইল ইয়াং নিউজিল্যান্ডকে লিড এনে দেন। উইল ইয়াং ৬৯ রানে ফিরে গেলেও টেলর অপরাজিত থাকেন ৩৭* রানে। যার ফলে চতুর্থ দিনশেষে ১৭ রানের লিড নিয়ে পঞ্চম দিন শুরু করবে কিউইরা। ক্রিজে রয়েছেন রস টেলরের সঙ্গে রয়েছেন রাবীন্দ্র রাচিন (৬*)।
নিউজিল্যান্ড দ্বিতীয় ইনিংসে ১৪৭ রান তুলতে খরচ করে ৫ উইকেট। আগামী কাল পঞ্চম ও শেষ দিনে বাংলাদেশের লক্ষ্য থাকবে রস টেলরের উইকেট দ্রুত তুলে নিয়ে কিউই শিবিরকে চাপে ফেলতে। বাংলাদেশের পক্ষে এবাদত হোসেইন ৩৯ রানে ৪ উইকেট তুলে নেন। তাসকিন আহমেদ পান ১ উইকেট।