বাংলাদেশ ফুটবল ফেডারেশন বৃহস্পতিবার কোভিড -১৯ টিকা ইস্যুতে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচের জন্য এই মাসের শেষের দিকে নির্ধারিত ইন্দোনেশিয়া সফর বাতিল করেছে।
২৪ ও ২৭ জানুয়ারি বালিতে ইন্দোনেশিয়ার বিপক্ষে বাংলাদেশের ম্যাচ খেলার কথা ছিল। তবে বাফুফে সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ ঢাকায় সাংবাদিকদের বলেন, "ইন্দোনেশিয়া থেকে আমাদের বলা হয়েছে আমাদের সব খেলোয়াড় এবং দলের কর্মকর্তাদের ম্যাচের জন্য ডবল টিকা দিতে হবে। আমাদের ১৫ জন খেলোয়াড়কে দুই ডোজ টিকা দেওয়া হয়েছে। আমাদের সাতজন খেলোয়াড় মাত্র একটি ডোজ নিয়েছিলেন। তবে ছয়জন খেলোয়াড় কোনো ভ্যাকসিন নেননি। এই টিকা সমস্যার কারণে আমরা দলটিকে সফরে পাঠাতে পারছি না।"
নাবিল আরও বলেন, "বাংলাদেশ শীঘ্রই প্রায় ৪০-৫০ জন জাতীয় এবং অনূর্ধ্ব-২৩ খেলোয়াড়ের টিকা সম্পন্ন করবে এবং মার্চে পরবর্তী ফিফা সিডিউলে ম্যাচগুলি সাজানোর চেষ্টা করবে।"