লিওনেল মেসিকে পেছনে ফেলে টানা দ্বিতীয়বারের মতো ফিফা বর্ষসেরা পুরুষ খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভানদোভস্কি। জাতীয় দলের কোচ, অধিনায়ক, সাংবাদিকদের ভোটে বিবেচিত হয় এই পুরস্কার।
কিন্তু বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়ার চোখে লেভানদোভস্কি সেরা নন! আর্জেন্টিনার লিওনেল মেসি ও পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোকে বিবেচনা করেননি তিনি। তার দৃষ্টিতে সেরা অ্যাঙ্গোলো কান্তে। রিয়াল মাদ্রিদ তারকা করিম বেনজেমা এবং লেভানদোভস্কি যথাক্রমে দ্বিতীয় এবং তৃতীয় হয়েছেন, ফরাসি তারকাকে এক নম্বরে রেখে।
প্রতিটি দেশের জাতীয় দলের কোচ এবং অধিনায়ক সর্বোচ্চ তিনটি ভোট দিতে পারেন। প্রথম নির্বাচিত খেলোয়াড়ের জন্য ৫ পয়েন্ট, দ্বিতীয় খেলোয়াড়ের জন্য ৩ পয়েন্ট এবং তৃতীয়জনের জন্য ১ পয়েন্ট।
চেলসির হয়ে চ্যাম্পিয়নস লিগ জেতা টমাস টুচেল ফিফা বর্ষসেরা কোচ নির্বাচিত হন। এরপরেই ছিলেন ইউরো জয়ী ইতালির কোচ রবার্তো মানচিনি এবং পরে ম্যানচেস্টার সিটির পেপ গার্দিওলা। জামাল প্রথম দুটিতে ভোট দিলেও টটেনহ্যামের কোচ আন্তোনিও কন্তেকে শীর্ষ-৩-এ রেখেছিলেন।
জেমি ডেকে প্রধান কোচের পদ থেকে সরিয়ে দেওয়ার পর থেকে আর কোনো কোচ ভোট দেননি। বাংলাদেশের কোচের পক্ষে ভোট দিয়েছেন টেকনিক্যাল অ্যান্ড স্ট্র্যাটেজিক ডিরেক্টর পল স্মল। তিনিও মেসি ও রোনালদোকে ভোট দেননি। লেভানদোভস্কি তার দৃষ্টিতে সেরা।
কোচের তালিকায় পল স্মলের দৃষ্টিতে মানচিনিই সেরা। দ্বিতীয় ছিলেন অ্যাটলেটিকো মাদ্রিদের আর্জেন্টিনার কোচ দিয়েগো সিমিওনে।