• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

উড়তে থাকা সিটিকে মাটিতে নামাল টটেনহ্যাম


ফারজানা ববি
প্রকাশিত: ফেব্রুয়ারি ২০, ২০২২, ০৯:৪৮ এএম
উড়তে থাকা সিটিকে মাটিতে নামাল টটেনহ্যাম

শনিবার রাতে (১৯ ফেব্রুয়ারি) ইতিহাদ স্টেডিয়ামে প্রিমিয়ার লিগের ম্যাচে সিটিকে ৩-২ গোলে হারিয়েছে টটেনহ্যাম। লিগে টানা ১৫ ম্যাচ পরে পরাজয়ের মুখোমুখি হয়েছে সিটি। টটেনহ্যামের সাথে দুদফা দেখাতেই পরাজিত হলো শীর্ষে থাকা দলটি।

ম্যাচের চতুর্থ মিনিটেই সিটির জালে বল পাঠায় টটেনহ্যাম। ডি. কুলুসেভস্কির গোলে দল ১-০ গোলের লিড পায়। গত মাসে জুভেন্টাস থেকে ধারে টটেনহ্যামে যোগ দিয়েছেন এই সুইডিশ মিডফিল্ডার। 

ম্যাচের ২০ মিনিটে সমতায় ফেরার দারুণ সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি সিটি। তবে এর ১৩ মিনিট পর দলকে সমতায় ফেরান আই. গুন্দোগান।  

দ্বিতীয়ার্ধের ৫৯ মিনিটে আবারও এগিয়ে যায় টটেনহ্যাম। এবার দলকে এগিয়ে দেন ইংলিশ ফরোয়ার্ড হ্যারি কেইন। এর কিছুক্ষণ পর আবারও সুযোগ পান কেইন। তবে ব্যর্থ হন গোল পেতে। ম্যাচের ৭৩ মিনিটে কেইন আবারও গোল পান। তবে এটি অফসাইড ছিল।

ম্যাচের অতিরিক্ত সময়ে গোল পায় সিটি। এবার তাদের গোল আসে পেনাল্টি থেকে। আর. মাহরেজ পেনাল্টি থেকে গোল আদায় করে দলকে সমতায় ফেরান। তবে এই সমতা বেশিক্ষণ টেকেনি। কেইন আবারও গোল পেয়ে টটেনহ্যামকে জয়ের উৎসবে ভাসান। ফলে ২-৩ গোলের পরাজয় মেনেই ম্যাচ শেষ করে ম্যানচেস্টার সিটি।

লিগে ২৬ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে শীর্ষে ম্যানচেস্টার সিটি। ২৫ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে টেবিলে দুই নম্বরে আছে লিভারপুল।

Link copied!