ইংলিশদের কাছে পাত্তাই পেল না অস্ট্রেলিয়া


ফারজানা ববি
প্রকাশিত: অক্টোবর ৩০, ২০২১, ১১:০৫ পিএম
ইংলিশদের কাছে পাত্তাই পেল না অস্ট্রেলিয়া

দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় পর্বের ম্যাচে শনিবার (৩০ অক্টোবর) মুখোমুখি হয়েছে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। টসে জিতে অজিদের ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় ইংল্যান্ড। প্রথমে ব্যাট করতে নেমে সবকটি উইকেট হারিয়ে ১২৫ রান করে অজিরা।

জবাবে ১২৬ রানের লক্ষ্যে খেলতে নেমে অজি বোলারদের যেন পাত্তাই দিচ্ছিলেন না ইংলিশ ওপেনারদ্বয়। জেসন রয় ও জশ বাটলার রানের চাকা সচল রাখার কাজটি সুসম্পন্ন করেন। দ্রুত গতিতে রান তুলতে থাকেন তারা।  দলীয় ৬৬ রানে ইংল্যান্ডের প্রথম উইকেটের পতন ঘটে। জেসন রয় আউট হন ব্যক্তিগত ২২ রানে। দ্বিতীয় উইকেটের পতন ঘটে দলের ৯৭ রানে। ডেভিড মালান ফিরে যান ৮ রান যোগ করে। ইংলিশদের আর কোনো উইকেট হারাতে হয়নি।

বাটলার ৭১ রানে ও জনি বেয়ারস্টো ১৬ রানে অপরাজিত থাকেন। অস্ট্রেলিয়া বধে ৫০ বল হাতে রেখেই মাত্র দুই উইকেট খরচায় লক্ষ্যে পৌঁছায় ইংল্যান্ড।

অস্ট্রেলিয়ার অ্যাস্টন আগার ও অ্যাডাম জাম্পা একটি করে উইকেট লাভ করেন।

Link copied!