• ঢাকা
  • বুধবার, ০৯ জুলাই, ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২, ১৪ মুহররম ১৪৪৬

অস্ট্রেলিয়ার অসম্ভব ‘শর্ত’ মানছে বাংলাদেশ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৫, ২০২১, ০৭:৫১ পিএম
অস্ট্রেলিয়ার অসম্ভব ‘শর্ত’ মানছে বাংলাদেশ

বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়া একটিও দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ খেলেনি। সেই ইতিহাস গড়তে এবার পাঁচ ম্যাচ সিরিজ খেলতে বাংলাদেশে আসছে অজিরা। তার আগেও বাংলাদেশকে কঠিন সব শর্ত দিয়েছিলো ক্রিকেট অস্ট্রেলিয়া। অবশেষে সেগুলো মেনে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, ফলে আগামী ২৭ জুলাই আসছে অস্ট্রেলিয়া। 

মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ঢাকা প্রিমিয়ার লিগের মাচসমূহের বেশি চাপ থাকায় বিসিবি চেয়েছিলো, পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজটি দুই ভেন্যুতে আয়োজন করতে। সম্ভাব্য দ্বিতীয় ভেন্যু হিসেবে ছিলো চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম। কিন্তু অজিরা একই ভেন্যুতে সিরিজ আয়োজন করার শর্ত দেয়। এর পেছনে কারণ হিসেবে দেখানো হয় করোনা মহামারীতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা। 

একই আশঙ্কায় আরও দুটি অসম্ভব কঠিন শর্ত দেয়া হয়েছিলো, যা মেনে নিয়েছে বিসিবি। অস্ট্রেলিয়ার খেলোয়াড়রা বিমান বন্দরে ইমিগ্রেশনের ধাপ পার করতে চায়নি। তারা চেয়েছে, বিমান থেকে নেমেই সোজা হোটেলে গিয়ে উঠবেন তারা। তৃতীয় শর্ত হিসেবে ছিলো, যে হোটেলে থাকবেন সেটি সম্পূর্ণ অতিথিমুক্ত থাকবে সফরকারীদের জন্য। এমন ব্যয়বহুল শর্তেও শেষ পর্যন্ত রাজি বিসিবি। বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান  জালাল ইউনুস জানিয়েছেন, “অস্ট্রেলিয়া দল বিমান থেকে নেমে ইমিগ্রেশনের বদলে সোজা হোটেলে যাবে। বিমান বন্দর থেকে তাদের পাসপোর্ট কাজ শেষে ফেরত দেয়া হবে।” 

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির জন্য বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে অস্ট্রেলিয়া বেশ সমাদৃত বিসিবির কাছে। তাই সব মিলিয়ে তাদের কঠিন শর্তগুলো মেনেই আগস্টে ৫ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ আয়োজন করবে বাংলাদেশ।

Link copied!