• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫

সিলেট টেস্টের সেরা বোলারকে চট্টগ্রামে পাচ্ছে না শ্রীলঙ্কা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ২৮, ২০২৪, ০৪:২১ পিএম
সিলেট টেস্টের সেরা বোলারকে চট্টগ্রামে পাচ্ছে না শ্রীলঙ্কা
কাসুন রাজিথা। ছবি : সংগৃহীত

স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে সিলেটে প্রথম টেস্টে ৩২৮ রানের বিশাল জয় পায় শ্রীলঙ্কা। সেই জয়ে দলের সর্বোচ্চ উইকেটশিকারি ছিলেন পেসার কাসুন রাজিথা। তবে চট্টগ্রামে দ্বিতীয় ও শেষ টেস্টে রাজিথাকে একাদশে পাচ্ছে না লঙ্কানরা। 

চট্টগ্রাম টেস্ট থেকে রাজিথা ছিটকে গেছেন ইনজুরির কারণে। শনিবার থেকে শুরু হতে যাওয়া টেস্টে লঙ্কান এই পেসারের পরিবর্তে খেলবেন আসিথা ফার্নান্ডো। শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) বিষয়টি নিশ্চিত করেছে।

বিবৃতিতে এসএলসি বলেছে, ‘কাসুন রাজিথা দ্বিতীয় টেস্ট ম্যাচের জন্য বিবেচিত হবেন না। কারণ তিনি পিঠের বাঁ পাশের উপরের অংশে চোট পেয়েছেন। পুনর্বাসনের কাজ শুরু করতে কাসুন দেশে ফিরে আসবে।’

সিলেট টেস্টে খেলতে গিয়ে পিঠের ইনজুরিতে পড়েন রাজিথা। তার পরিবর্তে টেস্ট চলাকালে যেই আসিথাকে দলে নিয়েছিল শ্রীলঙ্কা, তিনিও আবার হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েন। তবে দ্রæত ফিরে এসে যোগ দিয়েছেন দ্বিতীয় টেস্টের আগেই।

সিলেট টেস্টে দুই ইনিংস মিলিয়ে লঙ্কানদের হয়ে সর্বোচ্চ ৮টি উইকেট শিকার করেছেন রাজিথা। এর মধ্যে প্রথম ইনিংসে ৩টি আর দ্বিতীয় ইনিংসে নিয়েছেন ৫টি উইকেট।
 

Link copied!