• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ মে, ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১, ২২ শাওয়াল ১৪৪৫

শ্রীলঙ্কা ৯ ওভারে ২ উইকেটে ৬৭ রান


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ৪, ২০২৪, ০৬:৪৬ পিএম
শ্রীলঙ্কা ৯ ওভারে ২ উইকেটে ৬৭ রান
প্রথম আউট হন আভিশকা ফার্নান্ডো । ছবি : সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) রেশ কাটতে না কাটতেই শুরু হয়ে গেলো জাতীয় দলের ব্যস্ততা। তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে মুখোমুখি বাংলাদেশ ও শ্রীলঙ্কা।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে টসভাগ্য সহায় হয়েছে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর। প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। 

শেষ খবর পাওয়া পর্যন্ত শ্রীলঙ্কা ৯ ওভারে ২ উইকেটে ৬৭ রান করেছে। আভিশকা ফার্নান্ডো ৪ ও কামিন্ডু মেন্ডিজ ১৯ রান করে আউট হন। একটি করে উইকেট পান তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম। 

পরিসংখ্যান বলছে, দুদলের হেড টু হেড লড়াইয়ে এগিয়ে থাকা সফরকারী লঙ্কানরাই এই ম্যাচে ফেভারিট। দুই দলের মুখোমুখি ১৩ টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশের জয় মাত্র ৪ ম্যাচে। বাকি ৯ ম্যাচে শেষ হাসি হেসেছে লঙ্কানরাই। এমনকি সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামেও দুই দলের একমাত্র ম্যাচে জয়ী হয়েছিল লঙ্কানরাই। 

জয় পাওয়া চার ম্যাচের মধ্যে বাংলাদেশ আগে ব্যাট করে জিতেছে ২ বার। পরে ব্যাট করে জিতেছে ২ বার। অন্যদিকে লঙ্কানরা আগে ব্যাট করে জয় পেয়েছে ৪ ম্যাচে। পরে ব্যাট করে জিতেছে ৫ ম্যাচ।
 

Link copied!