• ঢাকা
  • শুক্রবার, ০২ মে, ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২, ৩ জ্বিলকদ ১৪৪৬

হলিউড অভিনেতা রকের বিরুদ্ধে যত অভিযোগ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মে ২, ২০২৪, ১১:৫০ এএম
হলিউড অভিনেতা রকের বিরুদ্ধে যত অভিযোগ
অভিনেতা ডোয়াইন জনসন । ছবি: সংগৃহীত

নানা অভিযোগে অভিযুক্ত হলিউড অভিনেতা ডোয়াইন জনসন। জনপ্রিয় এই অভিনতা ও কুস্তিগির ‘দ্য রক’ নামেই সবেই চেনে। রেসলিংকে এক প্রকার বিদায় জানিয়ে গত দুই দশকের বেশি সময় ধরে বড় পর্দায় নিজের অ্যাকশন কারিশমা দিয়ে মুগ্ধ করে রেখেছেন তিনি।

বর্তমানে  বিশ্বের সবচেয়ে বেশি পারিশ্রমিক নেওয়া অভিনেতা ডোয়াইন জনসন। তবে তার বিরুদ্ধে অপেশাদার আচরণের অভিযোগ উঠেছে। বলা হচ্ছে, নতুন সিনেমা রেড ওয়ানের শ্যুটিং সেটে প্রায়ই দেরী করেন রক। এমনকি একদিন ৮ ঘণ্টাও দেরী করেছেন বলে একাধিক মার্কিন সংবাদমাধ্যমে খবর প্রকাশ হয়েছে।  

একটি মার্কিন গণমাধ্যমে বলা হয়েছে, অ্যামাজন স্টুডিওজ থেকে নির্মিত হচ্ছে রেড ওয়ান সিনেমাটি। সান্তা ক্লজকে নিয়ে পারিবারিক ধারার এই ছবিটি তৈরি হচ্ছে। দাবি করা হয়েছে, রক কোনোদিন পুরোদিন কাজ করেননি। ২০২২ সালের অক্টোবর থেকে গত বছর ফেব্রুয়ারি পর্যন্ত এর কাজ হয়েছে। কিন্তু তার আচরণ পেশাদার ছিল না।

সিনেমা সংশ্লিষ্টরা জানিয়েছেন, রকের উপস্থিতি আর এই আচরণের কারণে সিনেমার বাজেটও বেড়ে গেছে বহুগুণ। তবে রকের পক্ষ থেকে এই অভিযোগের প্রতিক্রিয়ায় এখনো কিছু জানানো হয়নি। 

বিনোদন বিভাগের আরো খবর

Link copied!