• ঢাকা
  • মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫

শিয়াতেকই বিশ্ব র‌্যাঙ্কিংয়ে এক নম্বরে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ১১, ২০২৪, ০৬:০৯ পিএম
শিয়াতেকই বিশ্ব র‌্যাঙ্কিংয়ে এক নম্বরে
ইগা শিয়াতেক। ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ান ওপেন টেনিস আসরের তৃতীয় রাউন্ড থেকে বিদায় নিলেও বিশ্ব নারী র‌্যাঙ্কিংয়ে শীর্ষ স্থান ধরে রেখেছেন পোল্যান্ডের ২২ বছর বয়সী ইগা শিয়াতেক। কারণ, তার সঙ্গে দ্বিতীয় স্থানে থাকা আরিনা সাবালেঙ্কার পয়েন্টের পার্থক্য অনেক বেশি।

চারটি গ্রান্ড স্লাম শিরোপাধারী শিয়াতেক প্রায় ১০০ সপ্তাহ যাবত শীর্ষস্থান নিজের দখলে রেখেছেন। তার পয়েন্ট ১০৮৩৫।

৮০৪৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা ২৫ বছর বয়সী বেলারুশের সাবালেঙ্কা ২টি গ্রান্ড স্লাম শিরোপা জিতেছেন।

৭২০৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন ২০ বছর বয়সী মার্কিন যুক্তরাষ্ট্রের কোকো গফ। তিনি ক্যারিয়ারে একটি গ্রান্ড স্লাম জিতেছেন।

এরপর চতুর্থ স্থানে রয়েছেন ২৪ বছর বয়সী কাজাখস্তানের এলিনা রাইবাকিনা। তিনি একটি গ্রান্ড স্লাম শিরোপা জিতেছেন।

এছাড়া, যুক্তরাষ্ট্রের জেসিকা পেগুলা পঞ্চম, গ্রীসের মারিয়া সাকারি ষষ্ঠ, চীনের কুইন ওয়েন ঝেং সপ্তম, চেক প্রজাতন্ত্রের ভন্দ্রসোভা অষ্টম, তিউনেশিয়ার ওন্স জাবের নবম এবং লাতভিয়ার জেলেনা ওস্তাপেনকো দশম স্থানে রয়েছেন।

Link copied!