• ঢাকা
  • মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫

প্রেমিকের মৃত্যুর পর প্রথম ম্যাচেই সাবালেঙ্কার জয়


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ২৩, ২০২৪, ০৫:৩২ পিএম
প্রেমিকের মৃত্যুর পর প্রথম ম্যাচেই সাবালেঙ্কার জয়
ম্যাচ হেরেও বান্ধবী সাবালেঙ্কাকে (ডানে) প্রেমিকের মৃত্যুতে বিশেষ সান্তনা দেন বাদোসা। ছবি : সংগৃহীত

বিশ্বের দুই নম্বর নারী টেনিস তারকা বেলারুশের আরিনা সাবালেঙ্কা তার মিয়ামি ওপেন ক্যাম্পেইন শুরু করেছেন ঘনিষ্ঠ বান্ধবী পলা বাদোসার বিরুদ্ধে ৬-৪ ও ৬-৩ সেটে জয়ের মাধ্যমে। সাবালেঙ্কা তৃতীয় রাউন্ডে খেলবেন ইউক্রেনের আনহেলিনা কালিনিনার সঙ্গে।

প্রেমিক কনস্ট্যান্টিন কোল্টসভের আচমকা মৃত্যুতে ভেঙে পড়েছিলেন সাবালেঙ্কা। একটি আবেগঘন এক সপ্তাহ পর প্রথম খেলতে নামেন তিনি। 

দুইবারের অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন ২৫ বছর বয়সী সাবালেঙ্কা কোল্টসভের মৃত্যুর চার দিন পর আসরে তার দ্বিতীয় রাউন্ডের ম্যাচ খেলেছেন।

কোল্টসভ সাবেক আইস হকি খেলোয়াড়। মিয়ামিতে ৪২ বছর বয়সে মারা যান তিনি। পুলিশ তার মৃত্যুকে আত্মহত্যা হিসাবে বর্ণনা করেছে।

সাবালেঙ্কা কোল্টসভের মৃত্যুর পর বলেছিলেন, ‘আমার হৃদয় ভেঙে গেছে এবং এটা আমার জন্য অচিন্তনীয় ট্র্যাজেডি।’

ইউএস ওপেন চ্যাম্পিয়ন কোকো গফ আর্জেন্টিনার নাদিয়া পোডোরোস্কাকে ৬-১ ও ৬-২ সেটে হারিয়েছেন।

 

Link copied!