• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ মে, ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১, ২২ শাওয়াল ১৪৪৫

সৌদি আরব থেকে দুই বছরে রোনালদোর আয় কত?


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ১০, ২০২৩, ০৩:০৩ পিএম
সৌদি আরব থেকে দুই বছরে রোনালদোর আয় কত?
ছবি: সংগ্রহীত

ক্রিস্টিয়ানো রোনালদোর ভাষ্য অনুযায়ী, ইউরোপের বাঘা বাঘা ক্লাব থেকে প্রস্তাব পেয়েছিলেন তিনি। তবে ইউরোপিয়ান ফুটবলে আর কিছু অর্জনের বাকি নেই বলেই পাড়ি জমিয়েছেন সৌদি আরবের ক্লাব আল নাসরে। যেটাকে মোটামুটি বিশ্ব ফুটবলে ‘পুচকে’ ক্লাবই বলা যায়।

তবে এই পুচকে ক্লাবে যোগ দিয়েই রোনালদোর ব্যাঙ্ক অ্যাকাউন্টে দুই বছরে বাংলাদেশি টাকায় যোগ হবে প্রায় ৪ হাজার ৪৬৯ কোটি টাকা।

তবে এই টাকার পুরোটা রোণালদকে দেবে না আল নাসর। বেতন বাবদ আল নাসরের কাছ থেকে রোনালদো পাবেন ২ হাজার ২৩৫ কোটি টাকা। রোনালদোকে বাকি টাকা দেবে সৌদি আরবের ফুটবল ফেডারেশন অন্য একটা চুক্তি থেকে।

২০৩০ সালে বিশ্বকাপের আয়োজক হতে চায় সৌদি আরব। এক্ষেত্রে সৌদি আরবের ফুটবল ফেডারেশন রোনালদোকে বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পেতে রোনালদোকে শুভেচ্ছাদূত হিসেবে ব্যবহার করতে চায়।

Link copied!