• ঢাকা
  • বুধবার, ০১ মে, ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫

হায়দরাবাদ ও কলকাতার পক্ষে পন্টিংয়ের বাজি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ১৮, ২০২৪, ০৩:৫২ পিএম
হায়দরাবাদ ও কলকাতার পক্ষে পন্টিংয়ের বাজি
রিকি পন্টিং। ছবি : সংগৃহীত

ভারতের চলতি আইপিএলে এখনও পর্যন্ত ৩১টি ম্যাচ খেলা হয়েছে। দুর্দান্ত ব্যাটিং পারফরম্যান্স দেখা গিয়েছে চলতি মৌসুমে। ৩১টি ম্যাচের ৯টিতে ২০০ রানের গণ্ডি পেরিয়েছে একাধিক দল।

সানরাইজার্স হায়দরাবাদ দুবার আইপিএলে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছে। এদিকে, এখন টুর্নামেন্টের বিজয়ী দল সম্পর্কে একটি বড় ভবিষ্যদ্বাণী করেছেন দিল্লি ক্যাপিটালসের প্রধান কোচ অস্ট্রেলিয়ার সাবেক তারকা ব্যাটার রিকি পন্টিং। দিল্লি ক্যাপিটালস ৬ ম্যাচের মধ্যে ২টি জিতেছে। পয়েন্ট টেবিলের নবম স্থানে রয়েছে তারা।

দিল্লির কোচ পন্টিং জয়ী দলের সম্পর্কে তার মতামত জানিয়েছেন। তার দাবি, যে দল আক্রমণাত্মক ব্যাটিং করবে তারা চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে বিজয়ী হবে। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘সানরাইজার্স হায়দরাবাদকে এগিয়ে রাখব। কলকাতা নাইট রাইডার্স  (কেকেআর) আমাদের বিরুদ্ধে বড় ইনিংস খেলেছে। ওদেরকেও ফেভারিট বলে ধরছি।’

Link copied!