• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫

প্লে-অফের চতুর্থ দল বরিশাল না খুলনা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২১, ২০২৪, ০২:২৬ পিএম
প্লে-অফের চতুর্থ দল বরিশাল না খুলনা
ছবি: প্রতীকী

চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) লিগপর্বের শেষদিন শুক্রবার থাকছে বড় ধরনের আকর্ষণ। ওইদিন দুটি ম্যাচেই চূড়ান্ত হবে প্লে-অফের চতুর্থ দল। দলটি ফরচুন বরিশাল না খুলনা টাইগার্স, সেটাই নির্ধারিত হবে।  

চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে ৬৫ রানের হারের পর খুলনা অধিনায়ক এনামুল হক বিজয়ের কণ্ঠে ফুটে উঠল রাজ্যের হতাশা। শেষ ৭ ম্যাচে পেয়েছেন মোটে ১ জয়। অথচ শুরুর চার ম্যাচ টানা জিতে উড়তে থাকা খুলনা, শেষ ম্যাচে দেখছে না কোনো আশা। যদিও কাগজ-কলমের হিসেব বলছে, এখনও সম্ভব তাদের পক্ষে। 

খুলনার পরের ম্যাচে প্রতিপক্ষ সিলেট স্ট্রাইকার্স। অপেক্ষাকৃত এই দুর্বল দলকে পেয়েছে বলেই কি না, কিছুটা স্বপ্ন অন্তত দেখতেই পারে তালহা জুবায়ের শিষ্যরা। যদিও রানরেট তাদের খুব একটা সঙ্গ দিচ্ছে না। আর প্লে-অফে ওঠার ক্ষেত্রে বরিশাল ম্যাচের দিকেও নজর রাখতে হবে। বরিশাল হারলে আর নিজেরা জিতলেই কেবল কিছুটা আশা করতে পারে খুলনা। 

লিগ পর্বে ১১ ম্যাচ খেলে ছয়টিতে জয় পেয়েছে তামিম ইকবালের বরিশাল। ১২ পয়েন্ট নিয়ে টেবিলের চারে রয়েছে দলটি। লিগ পর্বের শেষ ম্যাচে শক্তিশালী কুমিল্লার বিপক্ষে খেলবে বরিশাল। ম্যাচে জয় পেলে কোনো সমীকরণই বরিশাল প্লে-অফে যাবে। কিন্তু হেরে গেলে তাকিয়ে থাকতে হবে খুলনা-সিলেট ম্যাচের দিকে।

আসরে ১১ ম্যাচে পাঁচটিতে জয় পেয়ে ১০ পয়েন্ট নিয়ে খুলনা রয়েছে বরিশালের পরেই। রংপুর রাইডার্স ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে, কুমিল্লা ১৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয়, চট্টগ্রাম চ্যালেঞ্জার ১৪ পয়েন্ট পয়ে তৃতীয় স্থানে রয়েছে। এই দিন দলের প্লে-অফ নিশ্চিত হয়েছে। 

বরিশালের নেট রান রেট +.৪৩৪। আর খুলনার নেট রানরেট -.৪০০। প্লে-অফে যেতে পয়েন্ট সমান করার পর রানরেটেও বরিশালকে টপকাতে হবে খুলনার। 

শুক্রবার মিরপুরে প্রথম ম্যাচে কুমিল্লাকে মোকাবিলা করবে বরিশাল। দ্বিতীয় ম্যাচে সিলেটের মুখোমুখি হবে খুলনা। 
 

Link copied!