• ঢাকা
  • রবিবার, ০৫ মে, ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫

চোট নিয়ে মাঠ ছাড়লেন নেইমার


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২৫, ২০২২, ০৯:২৩ এএম
চোট নিয়ে মাঠ ছাড়লেন নেইমার

দুর্দান্ত জয়ে বিশ্বকাপে নিজেদের ‘হেক্সা মিশন’ শুরু করেছে ব্রাজিল। গতকাল রিচার্লিসনের জোড়া গোলে সার্বিয়াকে ২-০ গোলে হারিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। 

ম্যাচে গোল না পেলেও আলো ছড়িয়েছেন নেইমার। সার্বিয়ার ডিফেন্সে ব্রাজিলের যে মুহুর্মুহু আক্রমন, কার বেশিরভাগেরই কারিগর ছিলেন ব্রাজিলের এই পোস্টার বয়। তবে ম্যাচ শেষে চোট নিয়েই মাঠ ছাড়তে হয়েছে তাকে।

সার্বিয়ার বিপক্ষে একাধিকবার ফাউলের শিকার হয়েছেন পিএসজির এই তারকা। ম্যাচের ৮০ মিনিটের সময় নেইমারকে তুলে নেন কোচ তিতে। তখন তাতে ডান পায়ের অ্যাঙ্কেলে চোট নিয়ে তাকে ছাড়তে হয়েছে।

নেইমারের পায়ের অবস্থা দেখা গেছে ছবিতে, সেখানে দেখা যাচ্ছিল, পায়ের গোড়ালি ফুলে গেছে তার। মাঠ ছাড়ার ভিডিওতে দেখা যাচ্ছিল, খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়ছেন তিনি।

যদিও চোক কতটা গুরুতর তা এখন জানা যায়নি। ব্রাজিল দলের পক্ষ থেকেও এ বিষয়ে কিছু জানানো হয়নি।

ব্রাজিল দলের চিকিৎসক রদ্রিগো লাসমার জানিয়েছেন, নেইমারের পা মচকেছে। তবে এই চোট কত গভীর, সেটা জানতে অপেক্ষা করতে হবে অন্তত ২৪ থেকে ৪৮ ঘণ্টা।

Link copied!