• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫

সুযোগ পেয়ে প্রথম ম্যাচেই ফিফটি হৃদয়ের


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ১৮, ২০২৩, ০৪:৫০ পিএম
সুযোগ পেয়ে প্রথম ম্যাচেই ফিফটি হৃদয়ের

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ খেলতে আজ শনিবার (১৮ মার্চ) মাঠে নেমেছে বাংলাদেশ-আয়ারল্যান্ড। এই ম্যাচেই অভিষেক ঘটেছে তাওহীদ হৃদয়ের। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী এই তরুণ যথেই প্রতিশ্রুতিশীল। তার প্রমাণ রাখলেন অভিষেক ম্যাচেই।

আইরিশদের বিপক্ষে ম্যাচে হৃদয় তার প্রথম ম্যাচেই ফিফটি তুলে নিয়েছেন। ৫৫ বলে ৫ বাউন্ডারিতে তিনি ফিফটি পূর্ণ করেন। তৃতীয় বাংলাদেশি হিসেবে প্রথম ম্যাচেই ফিফটি তুলে নিয়েছেন এই ২২ বছর বয়সী তরুণ। প্রথম ফিফটি করার কৃতিত্ব ফরহাজ রেজার, দ্বিতীয় নাসির হোসেন।

মাহমুদউল্লাহ রিয়াদকে বসিয়ে সুযোগ দেওয়া হয়েছে হৃদয়কে। সুযোগ পেয়েই কাজে লাগাতে ভুল করেননি বাংলাদেশ প্রিমিয়ার লিগের আসর থেকেই দুর্দান্ত খেলা হৃদয়। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে সুযোগ পেয়েও তার ব্যাট ছিল সাবলীল।

তার সাবলীলতা আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে তাকে স্থান পাইয়ে দিয়েছে। ওয়ানডে অভিষেক ঘটিয়েই নিজের জাত চেনালেন হৃদয়। সাকিবের সঙ্গে জুটি বেধে উপহার দিয়েছেন দুর্দান্ত ইনিংস।

নড়বড়ে ৯০ তে সাকিব ফিরলেও হৃদয় অপরাজিত আছেন ৬৩* রানে। ৩৯ ওভার শেষে বাংলাদেশ ৪ উইকেট হারিয়ে ২৩৩ রান নিয়ে ব্যাট করছে।

Link copied!