• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ মে, ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫

ইন্টার মিয়ামিতে যোগ দিচ্ছেন মেসির সাবেক সতীর্থ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুন ২৩, ২০২৩, ০৪:২৪ পিএম
ইন্টার মিয়ামিতে যোগ দিচ্ছেন মেসির সাবেক সতীর্থ

স্প্যানিশ জায়ান্ট ক্লাব বার্সেলোনাতে দীর্ঘদিন খেলেছেন লিওনেল মেসি। বার্সা ছাড়ার পর দুই বছর খেলেন ফরাসি ক্লাব পিএসজিতে। তবে পিএসজি ছেড়ে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মিয়ামিতে যোগদানের ঘোষণা দিয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়ক। এবার এই ইন্টার মিয়ামিতে যোগ দিতে যাচ্ছেন মেসির সাবেক সতীর্থ। বার্সেলোনাতে একই সঙ্গে খেলেছেন দুইজন। এবার বার্সার খেলোয়াড় সের্হিও বুটকেতসের ইন্টার মিয়ামিতে যোগদানের বিষয়টি জানিয়েছে স্প্যানিশ পত্রিকা মুন্দো দেপোর্তিভো।

মুন্দো দেপোর্তিভো জানিয়েছে, বুসকেতসের সঙ্গে যুক্তরাষ্ট্রের মেজর সকার লিগের ক্লাব ইন্টার মিয়ামির চুক্তি যেকোনো সময় হতে পারে। দুই পক্ষই আলোচনায় চুক্তির পক্ষে সম্মতি দিয়েছে।

মুন্দো দিপোর্তিভো লিখেছে, বুসকেতসের এজেন্ট প্রতিষ্ঠানের সঙ্গে ইন্টার মিয়ামির কয়েকজন কর্মকর্তা আলোচনা করেছে। উভয় পক্ষ মিলে চুক্তির খসড়াও তৈরি করেছে। খসড়া অনুযায়ী, এ মৌসুমের অবশিষ্ট সময়সহ আরও দুই মৌসুম খেলবেন বুসকেতস।

২০২২-২৩ মৌসুম শেষে বার্সেলোনায় আর থাকছেন না তা জানিয়েছেন বুসকেতস। বার্সা ছাড়ার ঘোষণার পর সৌদি আরবের প্রো লিগের ক্লাব আল হিলাল বড় অঙ্কের অর্থের প্রস্তাব দেয়। তবে মুন্দো দিপোর্তিভো বলছে, সবকিছু ভেবেই বুসকেতস মেসির হবু ক্লাবে যোগ দিতে চায়।

বার্সেলোনাতে বুসকেতস ৭০০ এর বেশি ম্যাচ খেলেছেন। কাতালান ক্লাবটির হয়ে অধিনায়কত্ব করেছেন এই মিডফিল্ডার।

Link copied!