• ঢাকা
  • রবিবার, ১৯ মে, ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১,

ভারতের কাছে টানা চতুর্থ হার বিশ্বকাপ আয়োজক বাংলাদেশের


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মে ৬, ২০২৪, ০৩:৫৫ পিএম
ভারতের কাছে টানা চতুর্থ হার বিশ্বকাপ আয়োজক বাংলাদেশের
বাংলাদেশের উইকেট পতনে উল্লাস ভারতীয় খেলোয়াড়দের। ছবি: সংগৃহীত

প্রথম তিন ম্যাচ জিতে ইতোমধ্যেই সিরিজ জিতে নিয়েছে ভারতের নারী টি-টোয়েন্টি ক্রিকেট দল। সোমবার পাঁচ ম্যাচ সিরিজের চতুর্থটিতে টসে জিতে ফিল্ডিং নিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। বিকেল সোয়া ৪টায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলা মাঠে গড়াবে। ম্যাচ শুরু হওয়ার কথা ছিল বিকেল ৪টায়। কিন্তু মাঠের আউটফিল্ড ভেজা থাকায় ১৫ মিনিট পর খেলা শুরু হয়। 

চতুর্থ ম্যাচে আসন্ন নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক বাংলাদেশকে ৫৬ রানে হারিয়েছে ভারত। ম্যাচে ভারতের নির্ধারিত ১৪ ওভারে ৬ উইকেটে ১২২ রানের জবাবে বাংলাদেশ ১৪ ওভারে ৭ উইকেটে ৬৭ রান করে। 

১২৩ রানের জবাবে ব্যাট করতে নামে বাংলাদেশ। কিন্তু দলের কোনো ব্যাটারের খেলায় টি- টোয়েন্টির কোনো ছাপই চোখে পড়েনি। বেশির ভাগই মনে হলো টেস্ট কিংবা ওয়ানডে খেলছে। অথচ, ভারতের সাত ব্যাটারের মধ্যে পাঁচজনেই খেলেছেন টি-টোয়েন্টি স্টাইলে। যাইহোক, দলের পক্ষে দিলারা ২৫ বলে ২১, রাবিয়া হায়দার ১৭ বলে ১৩, শরিফা খাতুন ১১ বলে অপরাজিত ১১ রান করেন। বাকিরা কেউই ডাবল ফিগারে পৌঁছতে পারেননি। +

ভারতের দিপ্তি ও আশা ২টি করে উইকেট লাভ করেন।  

এর আগে, ভারত ৫.৫ ওভারে ২ উইকেটে ৪৮ রান করার পর শিলাবৃষ্টি শুরু হলে খেলা বন্ধ হয়। বৃষ্টি বন্ধ হলে পুনরায় ম্যাচ শুরু হয় ম্যাচটিকে ২০ ওভারের জায়গায় ১৪ ওভারে করে।

ভারত ১৪ ওভারে ৬ উইকেটে ১২২ রান করেছে। ভারতের ইনিংসে অধিনায়ক হারমানপ্রীত কৌর ৩৯,  রিচা ঘোষ ২৪, স্মৃতি মান্ধনা ২২, হেমালতা ২২ রান করেন। 

বাংলাদেশের হয়ে রাবেয়া খান ২টি এবং মারুফা আক্তার ও শরিফা খাতুন ১টি করে উইকেট পান। 

ভারত ৪-০ ব্যবধানে এগিয়ে গেল।  প্রথম ম্যাচে ভারত ৪৪ রানে, দ্বিতীয় ম্যাচে ১৯ রানে এবং তৃতীয় ম্যাচে ৭ উইকেটে জয়লাভ করেছে। সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচটি ৯ মে একই স্টেডিয়ামে একই সময়ে অনুষ্ঠিত হবে। 

 

Link copied!