• ঢাকা
  • রবিবার, ১৯ মে, ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১,

বাবরের ছক্কায় বন্ধ হবে বাসিতের ইউটিউব চ্যানেল!


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মে ৬, ২০২৪, ০৭:১২ পিএম
বাবরের ছক্কায় বন্ধ হবে বাসিতের ইউটিউব চ্যানেল!
বাবর আজম ও বাসিত আলি। ছবি : সংগৃহীত

এক পাকিস্তানি যে আরেক পাকিস্তানির এমন বাজে ও নগ্ন সমালোচনা করতে পারেন, বাবর আজম ও বাসিত আলির ঘটনা না জানলে বিশ্বাসই হতো না।

বিশ্বের অন্যতম সেরা তারকা বাবর, এটা সকলেই জানেন।  কিন্তু পাকিস্তানি জাতীয় দলের অধিনায়কের শক্তি-সামর্থ্য নিয়ে প্রশ্ন তুলে তার কঠোর সমালোচনা করেছেন সাবেক তারকা বাসিত আলি।

বাসিতের মতে, বাবর টি-টোয়েন্টির উপযুক্ত নন। টি-টোয়েন্টি মানেই তো চার-ছক্কা, আর সেখানেই বাবরকে দুর্বল মনে করেন তিনি।

বাসিত মনে করছেন, টি-টোয়েন্টি বিশ্বকাপে বাবর ভালো কোনো দলের বিপক্ষে টানা তিনটি ছক্কা হাঁকাতে পারবেন না। বড়জোর যুক্তরাষ্ট্র বা আয়ারল্যান্ডের মতো দলের বিপক্ষে ছক্কা হাঁকাতে পারবেন বাবর।

শুধু সমালোচনা করেই ক্ষান্ত হননি বাসিত। বাবরকে কটূক্তি করতে বড় এক চ্যালেঞ্জও ছুঁড়ে দেন তিনি।

বাসিতের ভাষায়, ‘যদি বাবর বড় দলগুলোর বিপক্ষে বিশ্বকাপে টানা ৩টি ছক্কা হাঁকাতে পারেন, অবশ্যই যুক্তরাষ্ট্র ও আয়ারল্যান্ডের মতো দলের বিপক্ষে নয়, তাহলে আমি আমার ইউটিউব চ্যানেল বন্ধ করে দেবো।’

তিনি বলেন, ‘সে (বাবর) যদি এই চ্যালেঞ্জ গ্রহণ করেন, তাহলে তার (বাবর) বলা উচিত যে, তিনি (বাবর) চ্যালেঞ্জ গ্রহণ করেছেন। আর যদি চ্যালেঞ্জ গ্রহণ না করেন, তাহলে তার (বাবর) পাকিস্তানের ইনিংস শুরু করা উচিত নয়।’

আগামী ১ জুন যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের আয়োজনে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সব কিছু ঠিক থাকলে বাবরের নেতৃত্বেই বিশ্বকাপ খেলতে যাবে পাকিস্তান। বিশ্বকাপে যাওয়ার আগে আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাবর আজমের দল।

Link copied!