• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫

মার্চেই নাইজেরিয়া ও আইভরিকোস্টের মুখোমুখি মেসিরা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৭, ২০২৪, ০৩:০১ পিএম
মার্চেই নাইজেরিয়া ও আইভরিকোস্টের মুখোমুখি মেসিরা
আর্জেন্টিনা ফুটবল দল। ছবি: সংগৃহীত

বিশ্বকাপ ফুটবল চ্যাম্পিয়ন আর্জেন্টিনা বিগত বছরে হেরেছে কেবল একটি ম্যাচেই। তাতে অবশ্য র‌্যাঙ্কিংয়ে কোনো হেরফের হয়নি আলবিসেলেস্তেদের। বরং পরের ম্যাচে চিরপ্রতিদ্ব›দ্বী ব্রাজিলকে তাদেরই মাঠে হারিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে থেকে বছর শেষ করেছে তারা। ফিফার প্রকাশিত সর্বশেষ র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থানও ধরে রেখেছে মেসিরা।

এরই মধ্যে ২০২৪ সালের দ্বিতীয় মাসও শেষ হতে চলেছে। এখন পর্যন্ত আর্জেন্টিনা কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামেনি। তবে বয়সভিত্তিক দল মাঠে নেমেই এনে দিয়েছে সুখবর। ব্রাজিলকে হারিয়ে প্যারিস অলিম্পিকের মূলপর্বে নিজেদের অংশগ্রহণ নিশ্চিত করেছে আলবিসেলেস্তেরা।

আসন্ন অলিম্পিকে দেখা যেতে পারে লিওনেল মেসি, অ্যানহেল ডি মারিয়াদের মতো তারকাদের। 

অবশ্য এবছর আর্জেন্টিনার সবচেয়ে বড় চ্যালেঞ্জ কোপা আমেরিকার শিরোপা ধরে রাখা। জুনে শুরু হওয়া সেই দুই আসরের আগে আর্জেন্টিনার দুইটি প্রীতিম্যাচের সূচি নিশ্চিত হয়েছে। মার্চের ফিফা উইন্ডোতে আর্জেন্টিনা খেলবে দুই আফ্রিকান প্রতিপক্ষ নাইজেরিয়া ও আইভরিকোস্টের বিপক্ষে। 

১৮ থেকে ২৬ মার্চের মধ্যেই অনুষ্ঠিত হওয়ার কথা দুই আফ্রিকান প্রতিপক্ষের বিরুদ্ধে ম্যাচ। 

টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, আফ্রিকার দুই প্রতিপক্ষের বাইরে আরও দুই ম্যাচ খেলতে পারে আর্জেন্টিনা। কোপা আমেরিকার কথা মাথায় রেখে, সেখানে তাদের প্রতিপক্ষ হবে দুই দেশ। এক্ষেত্রে হন্ডুরাস ও ইকুয়েডরের নামই সামনে এসেছে বেশি। 
 

Link copied!