• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫

আমি কাউকেই ভয় পাই না: শামি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২৪, ০৪:৫৬ পিএম
আমি কাউকেই ভয় পাই না: শামি
মুহম্মদ শামি। ছবি: সংগৃহীত

সর্বশেষ বিশ্বকাপ ক্রিকেটে ২৪টি উইকেট নিয়ে সফলতম বোলার হয়েছিলেন মুহম্মদ শামি। শ্রীলঙ্কার বিরুদ্ধে তার পারফরম্যান্স এখনও মনে রয়েছে ক্রিকেটপ্রেমীদের। সেই ম্যাচে ৫ উইকেট নেওয়ার পর মাটিতে নামাজ পড়ার ভঙ্গিতে বসে উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন শামি। যা নিয়ে অনেকে তার সমালোচনা করেছিলেন। বিশ্বকাপের পরই সমালোচকদের জবাব দিয়েছিলেন শামি। সেই ঘটনা নিয়ে আবারও সরব হয়েছেন এই ক্রিকেটার।
নিজের ইউটিউব চ্যানেলে সেই ঘটনা নিয়ে মুখ খুলেছেন শামি। শ্রীলঙ্কার ইনিংস ৫৫ রানে গুটিয়ে যাওয়ার মূল কারিগর বলেছেন, ‘কিছু লোক বলেছিলেন, আমি উইকেট নেওয়ার পর সেজদা করতে চেয়েছিলাম। অথচ আমি তা করিনি। অনেকে আমাকে দেশ থেকে বের করে দিতে বলেন। অনেকে আমার জাত নিয়ে প্রশ্ন তোলেন। আসলে যার মনে যে নোংরামি রয়েছে, সেগুলি প্রকাশ করে ফেলেন। আমার বোলিং নয়, তাদের আগ্রহ অন্য কিছু নিয়ে।’
৩৩ বছর বয়সী শামি বলেছেন, ‘আমি টানা পাঁচ ওভার বল করছিলাম। স্বভাবতই ক্লান্ত লাগছিল। শেষ পর্যন্ত পঞ্চম উইকেট পেয়ে হাঁটু মুড়ে বসে পরেছিলাম। সতীর্থদের কেউ আমাকে পিছন থেকে হালকা ধাক্কা দেওয়ায় সামনের দিকে একটু ঝুঁকে যাই সে সময়। সেই মুহূর্তের ছবি দ্রুত ভাইরাল হয়। লোকে ভেবে নেয়, আমি বোধহয় সেজদা করছিলাম।’
ক্ষুব্ধ শামি আরও বলেছেন, ‘প্রথমত বলে রাখি, কাউকেই ভয় পাই না। আমি একজন মুসলিম। আগে অনেক বার বলেছি, মুসলিম হিসাবে আমি গর্বিত। একই সঙ্গে আমি ভারতীয় হিসাবেও গর্বিত। আমার কাছে দেশ সবার আগে। কারও সমস্যা হলেও পরোয়া করি না। যারা শুধু সামাজিক যোগাযোগ মাধ্যমে এই সব খেলা খেলেন, তাদের আমি পাত্তা দিই না। আর আমি সত্যিই সেজদা করতে চাইলে, ঠিকই করতাম। এটা নিয়ে কারও ভাবার দরকার নেই।’
 

Link copied!