• ঢাকা
  • মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫

ওয়াইল্ডকার্ড নিয়ে মাদ্রিদ ওপেনে হালেপ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ৪, ২০২৪, ০৫:৩৮ পিএম
ওয়াইল্ডকার্ড নিয়ে মাদ্রিদ ওপেনে হালেপ
সিমোনা হালেপ। ছবি : সংগৃহীত

বিশ্বের সাবেক দুই নম্বর টেনিস তারকা, সাবেক উইম্বলডন ও ফ্রান্স ওপেন চ্যাম্পিয়ন রোমানিয়ার সিমোনা হালেপকে চলতি মাসের মাদ্রিদ ওপেনের ওয়াইল্ডকার্ড দেওয়া হয়েছে। তিনি ডোপিং নিষেধাজ্ঞা থেকেম মুক্ত হয়ে খেলা চালিয়ে যাচ্ছেন।

৩২ বছর বয়সী হালেপ আপিলর করলে তার চার বছরের নিষেধাজ্ঞা কমিয়ে নয় মাসে আনা হয়। আর তাতেই তিনি পুনরায় টেনিস খেলতে পারছেন।  

হালেপ মিয়ামি ওপেনেও ওয়াইল্ডকার্ড নিয়ে অংশগ্রহণ করেন। সেখানে অবশ্য  তিনি প্রথম রাউন্ডে স্পেনের পলা বাদোসার কাছে হেওে যান।

দুইবারের গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন হালেপ এ নিয়ে মাদ্রিদ আসরে দ্বিতীয় বারের মতো অংশ নেবেন। 
মাদ্রিদ ওপেন টেনিস টুর্নামেন্ট আগামী ২২ এপ্রিল শুরু হয়ে ৫ মে শেষ হবে।

দুই সন্তানের জন্মের পর আগস্টে ফিরে আসা সাবেক বিশ্ব নম্বর ওয়ান তারকা ক্যারোলিন ওজনিয়াকিও ওয়াইল্ডকার্ড পেয়েছেন এই টুর্নামেন্টের জন্য।  পাশাপাশি পুরুষদের এককে জাপানের চোট-আক্রান্ত কেই নিশিকোরি এবং স্প্যানিশ কিশোর মার্টিন ল্যান্ডলুসও পেয়েছেন ওয়াইল্ডকার্ড।
 

Link copied!