• ঢাকা
  • সোমবার, ০৬ মে, ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫

কাতার বিশ্বকাপের অজানা ৫ তথ্য


সৌরভ কুমার দাস
প্রকাশিত: নভেম্বর ১৮, ২০২২, ১২:১৭ পিএম
কাতার বিশ্বকাপের অজানা ৫ তথ্য

দরজায় কড়া নাড়ছে ফুটবল বিশ্বকাপের ২২তম আসর। মাত্র দুই দিন পর মধ্যপ্রাচ্যের দেশ কাতারে পর্দা উঠবে ফুটবল মহাযজ্ঞের। বিশ্বকাপ ঘিরে ফুটবলপ্রেমীরা রোমাঞ্চ অনুভব করছেন অনেক আগে থেকেই।

তবে এবার কি অবাক লাগছে বিশ্বকাপের সূচি নিয়ে? বরাবর যে আসর মাঠে গড়ায় জুন-জুলাইয়ে, সেটা এবার বছরের শেষভাগে কেন! নিশ্চয়ই কৌতূহল কাজ করছে এটা নিয়ে। তবে শুধু এটা নয়, এবারের বিশ্বকাপ নিয়ে আরও বেশ কিছু চমক জাগানিয়া তথ্য রয়েছে। সেগুলো নিয়েই সংবাদ প্রকাশের আজকের আয়োজন।

প্রথমবার শীতকালে, প্রথমবার মধ্যপ্রাচ্যে

এশিয়ায় এর আগেও একবার ফুটবল বিশ্বকাপ আয়োজন করা হয়েছিল। তবে এবারই প্রথম মধ্যপ্রাচ্যের কোনো দেশ ফুটবলের এ মহাযজ্ঞ আয়োজন করার সুযোগ পাচ্ছে।

সাধারণত বছরের মধ্যভাগ অর্থাৎ জুন-জুলাইয়ে মাঠে গড়ায় ফুটবল বিশ্বকাপ। তবে এবারের আয়োজক দেশ কাতারের অত্যধিক উত্তপ্ত আবহাওয়ার কথা মাথায় রেখে এবার শীতকালে প্রথমবারের মতো মাঠে গড়াচ্ছে কোনো ফুটবল বিশ্বকাপের আসর।

ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল বিশ্বকাপ

কাতারে বিশ্বকাপ আয়োজন করার মতো কোনো কাঠামোই ছিল না। বিশ্বকাপের জন্য নতুন করে সবকিছু তৈরি করতে হয়েছে দেশটিকে।

নতুন স্টেডিয়াম, হোটেল, রাস্তা ছাড়াও অন্যান্য অবকাঠামো নির্মাণ করতে কাতার খরচ করেছে ২০০ বিলিয়ন ডলার। মজার বিষয় হচ্ছে, এর আগের ২১টি বিশ্বকাপ মিলিয়েও অবকাঠামো নির্মাণে এত খরচ হয়নি।

এর আগের বিশ্বকাপের আয়োজক দেশ রাশিয়া অবকাঠামো নির্মানে খরচ করেছিল ১০-১৫ বিলিয়ন ডলার।

সবচেয়ে কম স্টেডিয়াম

শেষ কয়েক বছরে এবারই সবচেয়ে কম ভেন্যুতে আয়োজন করা হয়েছে বিশ্বকাপ। মাত্র আটটি স্টেডিয়ামে মাঠে গড়াবে ফুটবলের এ মহাযজ্ঞ। এর থেকে কম স্টেডিয়ামে মাত্র একবারই অনুষ্ঠিত হয়েছে বিশ্বকাপ। ১৯৭৮ বিশ্বকাপে মাত্র ছয়টি স্টেডিয়ামে বিশ্বকাপ আয়োজন করেছিল আর্জেন্টিনা।

প্রথমবার শীতাতপ নিয়ন্ত্রিত স্টেডিয়ামে

এবারের বিশ্বকাপের সবচেয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে কাতারের অত্যধিক গরম। দিনের বেলায় এত উত্তপ্ত আবহাওয়াতে ফুটবল ম্যাচ খেলা রীতিমতো অসম্ভব।

গরম সামাল দিতে অভিনব ব্যবস্থা নিয়েছে কাতার। এবারই প্রথম দিনের ম্যাচগুলো আয়োজন করা হয়েছে শীতাতপ নিয়ন্ত্রিত স্টেডিয়ামে। যেখানে বাইরের গরম আবহাওয়া ঢুকতে পারবে না এতটুকু।

এক স্টেডিয়াম থেকে অন্য স্টেডিয়ামের দূরত্ব

যারা পরপর দুই স্টেডিয়ামে বিশ্বকাপের ম্যাচ দেখবেন বলে ঠিক করেছেন তাদের জন্য চিন্তার কোনো কারণই নেই! কারণ, ছোট দেশ হওয়াতে কাতারে এক মাঠ থেকে অন্য মাঠের দূরত্ব মাত্র ১০ কিলোমিটার।

ফলে এক মাঠে ম্যাচ দেখে অন্য মাঠে যেতে সময় লাগবে মাত্র এক ঘণ্টা। কার্যত যুক্তরাষ্ট্রের বড় দুই শহর থেকেও কাতারের আয়তন কম।

এবারই ৩২ দলের শেষ বিশ্বকাপ

৩২ দল নিয়ে শেষবারের মতো বিশ্বকাপ হতে যাচ্ছে কাতারে। কারণ, পরের বিশ্বকাপ অর্থাৎ ২০২৬ সাল থেকে ৪৮ দল নিয়ে বিশ্বকাপ আয়োজন করার ঘোষণা দিয়েছে আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা- ফিফা।

Link copied!