• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ মে, ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৮ শাওয়াল ১৪৪৫

নেপালে আর্ন্তজাতিক ইয়োগা চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের মেয়েদের শিরোপা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুন ১১, ২০২৩, ০৩:৫২ পিএম
নেপালে আর্ন্তজাতিক ইয়োগা চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের মেয়েদের শিরোপা

নেপালে অনুষ্ঠিত ৩য় সাউথ এশিয়ান ইয়োগা স্পোর্টস এবং মাউন্ট এভারেস্ট ইয়োগা ফেস্টিভাল চ্যাম্পিয়নশিপে ৫ জন বাংলাদেশি প্রতিযোগী শিরোপা জিতেছেন।

নেপালে ৮ জুন থেকে ১০ জুন পর্যন্ত তিন দিনব্যাপী এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

সাউথ এশিয়ান ইয়োগা স্পোর্টসে বিভিন্ন বয়সভেদে প্রতিযোগিরা অংশগ্রহণ করেন। এতে বাংলাদেশি প্রতিযোগিদের মধ্যে তাসনুভা ও রওশন আরা দ্বিতীয় ,আফিফা হোসেন অর্পা ও মানসিফ হেলালি তৃতীয় এবং শাহনাজ বেগম পঞ্চম হয়েছেন। এছাড়া মাউন্ট এভারেস্ট ইয়োগা ফেস্টিভালে তাসনুভা দ্বিতীয়, মানসিফ হেলালি ও শাহনাজ বেগম তৃতীয় হয়েছেন।

প্রতিযোগিতায় সার্কভুক্ত দেশগুলো ছাড়াও ইরান ও সৌদি আরবের মোট ৩০০ জন অংশগ্রহণ করে।

Link copied!